Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পদ্মা একটি অনিশ্চিত নদী, তারিখ দিয়েও ঠিক রাখতে পারছি না -ওবায়দুল কাদের

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


মুন্সীগঞ্জে ওবায়দুল কাদেরপদ্মা সেতুর মূল অবকাঠামোর কাজ অনেক দূর এগিয়ে গেছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সেতুর সামগ্রিক অগ্রগতি ৫০ শতাংশ।
তবে পদ্মা নদী আমাজানের মতো একটি নদী এবং একেবারে অনিশ্চিত একটি নদী। নির্দিষ্ট তারিখ দিয়েও আমরা তা ঠিক রাখতে পারছি না। দ্বিতীয় স্প্যান বসাতে আমাদের আরও একটু সময় লাগবে, যেটা মধ্য জানুয়ারি পর্যন্ত গড়াতে পারে। পদ্মার নিচে অনেক অনিশ্চিত পরিস্থিতি। সেখানে গভীরতাসহ টেকনিক্যাল কিছু সমস্যা আছে। তবে আমাদের টার্গেট যথা সময়ে শেষ করা।’ গতকাল বুধবার দুপুর সোয়া ১টার দিকে মুন্সীগঞ্জে মোস্তফাগঞ্জ সেতুর উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘একটি-দুইটি স্প্যান বসাতেই যা সময় লাগছে। এরপর আর এতো সময় লাগবে না। সাত-আটদিন পর পর স্প্যান বসানো যাবে। এভাবে ৩৯টি স্প্যান বসবে। কাজেই যথাসময়ে কাজ শেষ হওবার বিষয়ে আমরা আশাবাদী।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এই দেশে ১৯৭৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন সরকার ক্ষমতায় ছিল। ২১ বছর পর আওয়ামী লীগ ২০০৮ সালেই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। যারা আজ বড় বড় কথা বলে, ক্ষমতায় থাকাকালে তারা কী করেছে? মুন্সীগঞ্জে ৭৬টি বেইলি ব্রিজের মধ্যে একটিও সেতু তৈরি করেনি। কোনও প্রকল্প হাতে নেয়নি। আমরা, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর এ পর্যন্ত ৭৬টি ব্রিজের মধ্যে ৫টির কাজ শেষ করে চলাচলের জন্য উদ্বোধন করেছি। আগামী জুন মাসের মধ্যে আরও ২১টি ব্রিজের নির্মাণকাজ শেষ করবো।’
মন্ত্রী আরও বলেন, ‘এখনও এমন অনেক ব্রিজ আছে কখন যে ভেঙে পড়ে বলা মুশকিল। তবে এই সরকারের মেয়াদকালেই অধিকাংশ ব্রিজের কাজ সমাপ্ত করবো। ২০২০ সালের জুনের পর আর কোনও বেইলি ব্রিজ থাকবে না।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রেসিডিয়াম বৈঠকে একজন আগ্রহী প্রার্থীকে নিয়ে আলোচনা করেছেন। আমাদের একটি স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আছে যার চেয়ারপারসন শেখ হাসিনা। তার সভাপতিত্বে আমাদের ১৮ সদস্যের মনোনয়ন বোর্ড বসবে আনুষ্ঠানিক সিদ্ধান্তের জন্য। নির্বাচনের শিডিউল ঘোষণার পরপরই আমরা রংপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লায় যেভাবে মনোনয়ন দিয়েছি সেভাবেই স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন ঘোষণা করবো।’

 



 

Show all comments
  • ইয়াসমিন ২৮ ডিসেম্বর, ২০১৭, ২:১৮ এএম says : 0
    কাজটা যখনই শেষ হোক কাজের মানটা অবশ্যই নিশ্চিত করবেন।
    Total Reply(0) Reply
  • Saddam Hossein ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:০৫ পিএম says : 0
    আমি তো মনে করছি পদ্মা সেতুর কাজ শতভাগ শেষ, এখন শুধু উদ্ভোধন বাকি আছে।
    Total Reply(0) Reply
  • Md Rejaul Karim ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:০৬ পিএম says : 0
    সময় ক্ষেপন ও বাজেট বাড়ানোর নতুন ধান্ধা.....টাকা যা খাওয়ার একবারেই খেয়ে নাও.....এটা নিয়ে রাজনীতি করো না....আমরা সরকারের মেয়াদেই বাস্তবে পদ্মাসেতু দেখতে চাই....
    Total Reply(0) Reply
  • M Robin Khan ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:০৬ পিএম says : 0
    সার্বিক কথাটা বেমানান। ১৭ সাল শেষে হতাশার এই বাক্যটা মন্ত্রীসাহেবের না বল্লেও পারতেন। ওনার বলা উচিত কবে শেষ হবে, তিনি নিজেও জানেননা।।
    Total Reply(0) Reply
  • MD Shafiqul Islam ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:০৭ পিএম says : 0
    কাজ যাই হোক টাকা যা বরাদ্দ ছিল তার ৭০% খরচ হয়ে গেছে। এটা নিশ্চিত, কিছুদিন পর শোনা যাবে যে টাকার অভাবে পদ্মা সেতুর কাজ বন্ধ।
    Total Reply(0) Reply
  • Ismail Shuvo ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:১২ পিএম says : 0
    কি হচ্ছে না হচ্ছে সেটা বড় কথা নয়। কাজে হাত দেয়ার আগে ভালোভাবেই মাপকাঠি করা উচিত ছিল। কাজের মাঝখানে এসেই কেন জটিলতা অনুভব করছে।
    Total Reply(0) Reply
  • Moinul Islam Jewel ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:১৫ পিএম says : 0
    এটা হলো শীতকালীন মুলা।এটা দিয়ে এখন আপনারা ভোট চাইবেন। বলবেন আবার নির্বাচিত হলে বাকি কাজ শেষ করবেন
    Total Reply(0) Reply
  • Biswajit Das ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:১৮ পিএম says : 0
    আমরা কবে পদ্মা সেতুতে উঠতে পারবো ?
    Total Reply(0) Reply
  • Md Iqbal Hossain Odrhi ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:১৯ পিএম says : 0
    টেকনিক্যাল সমস্যা মানে ব্যায় বৃদ্ধি করার পায়তারা ?
    Total Reply(0) Reply
  • Shamim Hossain ২৮ ডিসেম্বর, ২০১৭, ৪:১৯ পিএম says : 0
    অনিশ্চিত পরিস্হিতি সুনিশ্চিত করেই বাকী অবকাঠামো নিশ্চিত করা উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ