Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আছাড় মেরে ঘাড় মটকে গৃহকর্মী আলামিনকে হত্যার অভিযোগ

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

নিজের শিশু সন্তানকে দেখাশোনার জন্য আরেক শিশু আলামিনকে (১২) গৃহকর্মী হিসেবে বাসায় আনেন ব্যবসায়ী জোবায়ের আলম। দরিদ্র কৃষক পরিবারের সন্তান দু-বেলা খাবারের আশায় বাবা-মাকে ছেড়ে শহরে আসলেও শিশু আলামিনের কপালে জুটেছে শুধুই মারধর। সামান্যতম ভুলের জন্য গৃহকর্তা জোবায়ের ও তার স্ত্রী সাইয়েদা রহমান আলামিনকে পেটাতেন রড দিয়ে। মাথায় তুলে আছাড় দিতেন। মার খেতে খেতে অজ্ঞান হয়ে পড়লে তাকে ফেলে রাখতেন টয়লেটে। একবেলা পঁচা খাবার খেয়ে ছয়মাস ধরে টানা নির্যাতনের ভার আর সইতে পারেনি শিশু আলামিন। সর্বশেষ গত শনিবার স্বামী-স্ত্রীর পৈশাচিক বর্বরতায় হার মানে সে। ওইদিন মাথায় তুলে ছুড়ে মেরে, বেধড়ক পিটিয়ে এবং ঘাড় মটকে খুন করা হয় আলামিনকে। গত রোববার রাতে রাজধানীর আদাবরের শেখেরটেক এলাকার ৪ নম্বর রোডের একটি বাসা থেকে শিশু আলামিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। আলামিন ময়মনসিংহের ভরাডুবা এলাকার কৃষক রুহুল আমিনের ছেলে। ওইদিন রাতেই আদাবর থানায় আলামিনের চাচা হারুন অর রশীদের দায়ের করা মামলায় গৃহকর্তা জোবায়ের, তার স্ত্রী সাইয়েদা, শ্বাশুড়ি আনজু আরা পারভীন এবং শ্যালক সাকিব আহমেদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন সোমবার জোবায়ের, সাইয়েদা ও সাকিব আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের দেয়া জবানবন্দিতে আলামিনের ওপর নির্যাতনের বর্ণনা উঠে আসে। আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী মামলার তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত শনিবার সকালে কাজে ভুলের দায়ে আলামিনকে একদফা রড দিয়ে বেধড়ক পেটান সাইয়েদা। সন্ধ্যায় গৃহকর্তা জোবায়ের বাজার নিয়ে আসলে বাজারগুলো গুছিয়ে রাখতে বললে অসুস্থ্য আলামিন অস্বীকৃতি জানায়। এবার এ অপরাধে স্বামী-স্ত্রী দুজন মিলে আবারো পেটান তাকে। রাত ৮টার দিকে নিজের শিশু সন্তানের ফিডার ধুয়ে আনতে বললে ফিডারটি আলামিনের হাত থেকে পড়ে যায়। এতে সাইয়েদা চিৎকার-চেঁচামেচি শুরু করেন। স্ত্রীকে খুশি করতে আলামিনকে মাথায় তুলে ছুঁড়ে মারেন জোবায়ের। এতে আলামিনের মাথায় আঘাত লাগে এবং রক্ত ঝড়তে থাকে। তাতেই দমে যাননি জোবায়ের, এ অবস্থাতেই রড দিয়ে পেটাতে থাকেন তিনি। এ পর্যায়ে আলামিন অজ্ঞান হয়ে গেলে তাকে টয়লেটে রেখে পানির টেপ ছেড়ে দিয়ে আসেন। রাত ১টার দিকে জোবায়ের টয়লেটের দরজা খুলে আলামিনকে ডাক দেন। কোন সাড়া-শব্দ না পেয়ে আলামিনের ঘাড়ে জোরে লাথি মারেন তিনি। এতে আলামিন টয়লেটের একপাশ থেকে অন্যপাশে ছিটকে পড়ে। আলামিনকে এ অবস্থায় রেখেই টয়লেটের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন সবাই। পরদিন রোববার সকালে জোবায়েরের শ্বাশুড়ি টয়লেটের দরজা খুলে দেখেন আলামিন ওই অবস্থাতেই পড়ে আছে। তখন তিনি জোবায়েরকে ঘুম থেকে ডেকে তুলেন। জোবায়ের এক ফার্মেসির ডাক্তার নিয়ে আসলে ডাক্তার জানান, আলামিন মারা গেছে। এরপর গৃহকর্তা আলামিনের বাড়িতে ফোন দিয়ে বলেন, আলামিন খুব অসুস্থ্য। সন্ধ্যায় স্বজনরা এসে আলামিনকে মৃত দেখতে পান। তখন জোবায়ের আড়াই লাখ টাকার বিনিময়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু খবর পেয়ে পুলিশ আলামিনের মরদেহ উদ্ধার করে এবং তাদের চারজনকে গ্রেফতার করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ