পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় কোষাগার হতে পেনশনসহ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের দাবীতে মহাসমাবেশ করেছে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। গতকাল বুধবার বেলা ১২ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে এ মহসমাবেশ অনুষ্ঠিত হয়। সারা দেশের ৬৪ টি জেলার ৩২৭ টি পৌরসভার প্রায় ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারী মহাসমাবেশে অংশ নেয়েছে।
আগামী ২৪ ফেব্রæয়ারীর মধ্যে এ দাবী মেনে নেয়া না হলে ২৫ ফেব্রæয়ারী হতে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দিয়েছে সংগঠনের নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান সিরাজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা প্রকৌশলী জেড এম আনোয়ার, পৌর সচিব সামসুল আলম, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান, কে জি এম মাহমুদ, প্রকৌশলী শামসুল আলম, প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, মাশরেকুল আলম, সরকার দলিল উদ্দিন আহম্মেদ প্রমুখ।
মহাসমাবেশে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক কারণে অস্বচ্ছল জনপথকে পৌরসভা ঘোষণা করার কারণে পৌরসভার নিজস্ব পর্যাপ্ত আয় না থাকায় দেশের ৭৬% পৌরসভাগুলিতে ২ থেকে ৫৮ মাস পর্যন্ত বেতন বকেয়া রয়েছে। তাছাড়া শতভাগ পৌরসভায় অবসরকালীন ভাতা শতভাগ বকেয়া রয়ে গেছে। কোন কোন পৌরসভায় প্রয়োজনীয় অর্থের অভাবে জাতীয় বেতন স্কেল-২০১৫ এখনও বাস্তবায়ন করতে পারেনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।