পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার: বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নয়, বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে বলে মনে করছে ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর সভায় এ মত দেয়া হয়।
সভায় বলা হয়, এ কারণে বিএনপি রংপুরের মতো একটি ভালো নির্বাচনকেও অস্বীকার করছে। আসলে নির্বাচন এবং নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা সরিয়ে দিতেই তাদের এ প্রচেষ্টা।
সভায় আরো বলা হয়, কেবল তাই নয়, একই সঙ্গে তারা দুর্নীতি সম্পর্কে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে সেগুলোকেও বিভিন্নভাবে অস্বীকার করছে। এর মধ্য দিয়ে আসলে দেশে যে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে তা ধ্বংস করাই তাদের লক্ষ্য।
ওয়ার্কার্স পার্টির পরিটব্যুরো জানিয়েছে, এ কারণে তাদেরকে আগামী এক বছর আরো বেশি করে ঐক্যবদ্ধ ও সংঘবদ্ধ হতে হবে এবং অসা¤প্রদায়িক গণতান্ত্রিক শক্তিকে এগিয়ে আসতে হবে। ১৪ দলের প্রার্থীকে নির্বাচনে বিজয়ী করতে হবে। সভায় অপর এক প্রস্তাবে চালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারিভাবে চাল আমদানি করে খোলা বাজারে বিক্রির আহŸান জানানো হয়। এ ছাড়া অপর এক প্রস্তাবে সা¤প্রতিক সময়ে দেশে খুন, ধর্ষণ, গুম-অপহরণ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়।
রাশেদ খান মেনন এমপির সভাপতিত্বে পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, আনিসুর রহমান মল্লিক, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল ও কমরেড কামরূল আহসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।