Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভাড়ার টাকা না দেয়ায় ভাড়াটিয়াকে হত্যার অভিযোগ

| প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : ভাড়া বাবদ নয় হাজার টাকা না পেয়ে রাজধানীর দারুসসালাম এলাকায় ভাড়াটিয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে ওই বাসার মালিকের বিরুদ্ধে। গত সোমবার দিনগত রাতে দারুস সালামের সিটি কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহত মোতালেব (৪৫) গোপালগঞ্জের মোকসেদপুর এলাকার এনতাজ আলী শেখের ছেলে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রীর রাশিদা বেগমের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাড়ির মালিক শাহিনুর আক্তার ময়নাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দারুস সালাম থানার ওসি সেলিমুজ্জামান জানান, নিহত মোতালেবের গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। অভিযোগের ভিত্তিতে বাসার মালিক ময়নাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ