পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কাশিয়ানীতে অতিরিক্ত সহকারী পুলিশ সুপার (সার্কেল) এর বাসার জানালা দিয়ে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। রোববার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান জানান, তিনি রাত সাড়ে ৯টার দিকে বাসায় ফিরে অফিসের কাজ করছিলেন। কিছুক্ষণ পর তার স্ত্রী জানালেন বাসার জানালার গøাে কে যেন শব্দ করছে। বাইরে বেরিয়ে তল্লাশী করে কিছু না দেখতে পেয়ে তিনি বাসার ভিতরে চলে যান। হঠাৎ কে বা কারা ড্রয়িং রুমের বন্ধ থাকা কাঁচের জানালায় পিস্তল দিয়ে গুলি করে। গুলিতে জানালার গøাস ছিদ্র হয়ে রুমের মধ্যে থাকা টেলিভিশন ছিদ্র হয়। তবে এ সময় ওই রুমে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
কাশিয়ানী বাজারের দক্ষিণ পাশে সেলিম মৃধার দোতালা বাড়ির নিচতলায় ভাড়া বাসায় থেকে দায়িত্ব পালন করেন তিনি। ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু নিশ্চিত করে বলতে পারেননি। তিনি আরো বলেন, বিষয়টা নজরে রাখার পাশাপাশি আমি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। বাসায় গুলি ছোড়ার ঘটনাটি পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।