পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
সিটি ব্যাংক ডরিন গ্রুপের বিদ্যুৎ কেন্দ্র বানকো এনার্জি জেনারেশান লি.-এর জন্য অর্থ সংস্থানে মুখ্য ভূমিকা পালন করেছে। জার্মানির একেএ ব্যাংক এবং কমার্স ব্যাংক অব জার্মানির মাধ্যমে সিটি ব্যাংক এ প্রকল্পের জন্য ইসিএ (ইউলার হার্মিস) সমর্থিত ২৬ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সংস্থান করে। মুন্সিগঞ্জে অবস্থিত এইচএফও ভিত্তিক এ বিদ্যুৎ প্রকল্পটির উৎপাদন ক্ষমতা ৫৩ দশমিক ৯ মেগাওয়াট।
এ উপলক্ষে সম্প্রতি জার্মানির ফ্রাংকফুর্টে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সোহেল আর কে হুসেইন, একেএ ব্যাংকের সিনিয়র প্রকল্প ব্যবস্থাপক স্টেফান রাজমান ও সিনিয়র পরামর্শক হার্বার্ট ইউলার, কমার্সব্যাংকের হেড অব ইন্টারন্যাশনাল মার্কেট ক্যাথরিন কার্পিন্সকি ও ভারতীয় উপমহাদেশ এবং আসিয়ান অঞ্চলের রিলেশনশিপ ম্যানেজার আলেকজান্ডার মোন্ডর্ফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। এ সময় অন্যদের মধ্যে সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ, হেড অব স্ট্রাকচার্ড ফাইনান্স মাহবুব জামিল এবং কমার্স ব্যাংক বাংলাদেশের প্রধান প্রতিনিধি তৌফিক আলি উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।