Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে মুনিরীয়া যুব তবলীগের কনফারেন্স আজ

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ-এর উদ্যোগে কাগতিয়া দরবার শরীফের ঐতিহাসিক কনফারেন্স আজ সোমবার অনুষ্ঠিত হবে। এতে প্রধান মেহমান থাকবেন কাগতিয়ার পীর সাহেব আল্লামা প্রিন্সিপাল শায়খ ছৈয়্যদ মুনির উল্লাহ আহমদী। বাংলাদেশ বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এর সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে কনফারেন্সে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন-এর সভাপতি, দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীন, ইসলামী আরবি বিশ^বিদ্যালয় এর ভিসি, প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর একেএম ছায়েফ উল্যা, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব প্রিন্সিপাল শাব্বীর আহমদ মোমতাজী, ইসলামী আরবি বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিদর্শক প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ ছিদ্দিকী, রংপুর ধাপ সাতপাড়া বায়তুল মোকাররম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ, ন, ম হাদিউজ্জামান, রাজশাহী মদিনাতুল উলুম কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা মোকাদ্দছুল ইসলাম, দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল এম. এ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আ. খ. ম আবু বকর ছিদ্দিক, ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল মোহাম্মদ হাসান মাসুদ, মোমেনশাহী ডি. এস কামিল এম. এ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা ড. মোহাম্মদ ইদ্রিস খাঁন, জীবন বীমা কর্পোরেশনের জেনারেল ম্যানেজার (যুগ্ম-সচিব) কাজী মোঃ শফিউল আলম, রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বাবুল, চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম তালুকদার, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, রূপালী ব্যাংক লিমিটেড পরিচালক আবু সুফিয়ান, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি এ. এম এম শাহাবুদ্দিন, মদিনা গ্রæপ অব ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান আবু মোহাম্মদ, এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
সম্মেলনকে ঘিরে বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সম্মেলন সফল করতে সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। লালদীঘি ময়দানকে সাজানো হয়েছে বর্ণাঢ্য সাজে। সেখানে দৃষ্টিনন্দন সুউচ্চ মঞ্চ স্থাপন করা হয়েছে। আয়োজকরা আশা করছেন সম্মেলনে ধর্মপ্রাণ লাখো মানুষের সমাবেশ ঘটবে। মুনিরীয়া যুব তবলীগ কমিটির নেতৃবৃন্দ সম্মেলন সফল করতে সকলের প্রতি উদাত্ত আহŸান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ