Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহিউদ্দিন চৌধুরীর বাসায়ও যেতে পারেন

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর আজ

বিশেষ সংবাদদাতা, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্দরনগরী চট্টগ্রাম সফরে আসছেন আজ (রোববার)। চট্টগ্রাম সফরকালে তিনি অনির্ধারিত কর্মসূচি নিয়ে নগরীর ষোলশহর ২নং গেইট চশমা হিলে আওয়ামী লীগ নেতা সাবেক সিটি মেয়র মরহুম এবিএম মহিউদ্দিন চৌধুরীর বাড়িতেও যেতে পারেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রী মরহুমের পরিবার-পরিজনকে সান্তনা দেয়ার জন্য সেখানে যেতে পারেন। এ ব্যাপারে গতকাল (শনিবার) সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রশাসনে এবং দলীয় পর্যায়েও প্রস্তুতি চলছিল। নাসিরাবাদ, ষোলশহর ও আশপাশ এলাকায় নিরাপত্তা নজরদারি জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক প্রেসিডেন্ট কুচকাওয়াজ পরিদর্শনের লক্ষ্যে চট্টগ্রামে আসছেন। আর এটিই প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরের মূল কর্মসূচি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ১০টা ১০ মিনিটে পতেঙ্গায় নেভাল একাডেমিতে পৌঁছাবেন। সেখানে বিকেল ৩টা পর্যন্ত প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্ধারিত রয়েছে।
এরপর চট্টগ্রাম ত্যাগের আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিকেলে চশমা হিলে মহিউদ্দিন চৌধুরীর বাড়িতে যেতে পারেন। তা হতে পারে সংক্ষিপ্ত সময়ের জন্য। অবশ্য এ বিষয়ে জানতে চাওয়া হলে চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জিল্লুর রহমান চৌধুরী গতকাল সন্ধ্যায় ইনকিলাব প্রতিবেদককে জানান, রোববার চট্টগ্রামে প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বার্ষিক প্রেসিডেন্ট কুচকাওয়াজ পরিদর্শন। মহিউদ্দিন চৌধুরীর বাসায় যাওয়ার বিষয়ে লিখিত বা অফিসিয়িালি আমরা কিছু পাইনি। তবে মাননীয় প্রধানমন্ত্রী আগ্রহ করলে যেতেই পারেন। এরজন্য আমরা সম্ভাব্য সবরকম প্রস্তুতি নেব।
এদিকে নগরীর ষোলশহর মেয়র গলি হিসেবে পরিচিত চশমা হিলের গলি ও প্রবেশপথ সরু। সিডিএ এভিনিউ মূল সড়কের অবস্থাও বেহাল। প্রধানমন্ত্রী যদি সেখানে যান তাহলে সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর চশমা হিলে যাওয়ার কর্মসূচি চূড়ান্ত হলে এ ব্যাপারে গতরাতে একটি নিরাপত্তা সমন্বয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত ১৫ ডিসেম্বর ভোররাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। ঐদিনই মহিউদ্দিন চৌধুরীর প্রতি দলের সভাপতির পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানাতে চট্টগ্রামে এসে দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানান, মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী কেঁদেছেন।



 

Show all comments
  • লিয়াকত আলী ২৪ ডিসেম্বর, ২০১৭, ৩:২১ এএম says : 0
    সুযোগ হলে যাওয়াটা উচিত হবে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ