Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ফ্লাইওভারে সুফল মিলছে না কেন?

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 

ফ্লাইওভার চালু হওয়ার পরও রাস্তা উন্মুক্ত না থাকায় পূর্ণ সুফল পাচ্ছে না যাতায়াতকারীরা। শান্তিনগর ও রাজারবাগ থেকে সব গাড়ি ফ্লাইওভার দিয়ে নামতে হয় ইস্কাটনে বাংলামটর মোড়ের আগে। সেখান থেকে বাঁদিকে শাহবাগ, ডানদিকে ফার্মমেট ও সোজা ইস্টার্ন প্লাজার দিকে যেতে হলে বাংলামটর মোড়ে বিশাল যানজটে পড়তে হয়। মগবাজার থেকে বাংলামটরের রাস্তার দক্ষিণ পাশে গড়ে উঠেছে মোটরসাইকেলের অগণিত দোকান ও গ্যারেজ। এই দোকানগুলোর সামনের ফুটপাত ও রাস্তার মাঝখানে মোটরসাইকেল রেখে মেরামত করা হয়ে থাকে। এ ছাড়া সড়কটির দক্ষিণ পাশেই অসংখ্য নানা ধরনের গাড়ি পার্ক করা অবস্থায় দেখা যায়। ফলে রাস্তাগুলো সরু হয়ে গাড়ি চলাচলে মারাত্মকভাবে বাধাপ্রাপ্ত হয়ে যানজট সৃষ্টি হচ্ছে। শাহবাগ যেতে বাঁদিকে যে লেন তৈরি করা হয়েছে, তা সার্বক্ষণিক খোলা থাকার কথা থাকলেও ৮০ শতাংশ সময় সচল থাকে না। কারণ পাশের দোকানগুলো রাস্তার মধ্যে মোটরসাইকেল রেখে মেরামত করে থাকে প্রতিনিয়ত এবং মোড় পার হতে অন্য যানবাহনগুলো বাঁদিকে চাপিয়ে দাঁড় করে রাখে। যদি বাঁ লেনটি ব্যারিকেট দিয়ে তৈরি করা হয় এবং লেনের মধ্যে কোনো গ্যারেজ না রাখা হয়, তাহলে শাহবাগগামী যানবাহনগুলো সহজেই রাস্তায় চলাচল করতে পারবে। ফলে ফ্লাইওভারের লুপ দিয়ে গাড়ি নামলে আর কোথাও যানজট থাকবে না।
এএসএম মুস্তাফিজুর রহমান,
ঢাকা

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন