Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাধীনতার সুফল পেতে সকলকে ইসলামে ফিরে আসতে হবে -সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী

৪৬ বছর পরও লক্ষ্য অর্জিত হয়নি

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, বিজয়ের দীর্ঘ ৪৬ বছর পরও চারিদিকে নৈরাজ্য, মারামারি, নারী নির্যাতন, হানাহনি, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সাধারণ মানুষের মাঝে চাঁপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্বাধীনতার ৪৬ বছরেও মানুষ স্বাধীনতার সুফল পায়নি। চলমান সঙ্কট ও দুরাবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে সকলকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসতে হবে। গতকাল শুক্রবার বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা শাখার উদ্যোগে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিজয়ের ৪৬ বছর প্রাপ্তি ও প্রত্যাশা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংগঠনের ঢাকা জেলা সভাপতি আলহাজ সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে এবং সেক্রেটারী আলহাজ্ব শাহাদাত হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব প্রফেসর মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন ও প্রফেসর মাহবুবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মাইমুল আহসান খান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মেজর অব. আখতারুজ্জামান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আলহাজ মাওলানা ইমতিয়াজ আলম, উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা বলেন, বিজয়ের ৪৬ বছরে ক্ষমতাসীনরা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে। স্বাধীনতা পরবর্তী সরকারগুলো দেশকে বিদেশীদের আক্রমণের কেন্দ্রেস্থলে পরিণত করে স্বাধীনতাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ