পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে খুব কমই থাকবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রংপুরে জাতীয় পার্টির যথেষ্ট জনপ্রিয়তার কারণে তারা জয় পেয়েছে। তিনি গতকাল (শুক্রবার) নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে বীমা মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে অর্থমন্ত্রী এসব মন্তব্য করেন। অর্থমন্ত্রী আরো বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে আওয়ামী লীগ প্রার্থীর পরাজয় জাতীয় নির্বাচনে কোন প্রভাব ফেলবে না বলে আমি মনে করি। গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা খুবই স্বাভাবিক। মাল্টি পার্টি স্টেইট বিধায় বিভিন্ন পার্টির লোকজন বিভিন্ন জায়গায় সাফল্য লাভ করবে। এবং সেটাই গণতন্ত্রের একটা চরিত্র।’ রংপুরের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফাকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী নতুন মেয়রের পাশাপাশি আমাদের নির্বাচনী সিস্টেমকেও অভিনন্দন জানাই। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পরে তিনি বীমা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। শুরু হওয়া বীমা মেলা শেষ হবে (আজ) শনিবার। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন কোম্পানীর প্রায় ১৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করে। আইডিয়ার চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাঠোয়ারী এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্না ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিথিরিক্ত সচিব মানিক চন্দ্র দে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।