Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কার নির্দেশ আদালতে যায় তা আমরা জানি : রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আপনার মিথ্যা ও বানোয়াট একটি মামলা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে সপ্তাহে দুই-তিনদিন আদালতে হাজিরা দিতে বাধ্য করছে। আপনার আইন মন্ত্রণালয় থেকে কোন কর্মকর্তার ও কার নির্দেশ আদালতে যায় সেগুলোও আমরা জানি। আমরা সব কিছুই লিপিবদ্ধ করে রাখছি।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দৈনিক আমার দেশ পরিবার আয়োজিত এক প্রতিবাদী মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও পত্রিকা খুলে দেওয়ার দাবি জানান। রিজভী বলেন, মিথ্যা কথা বলার জন্য আওয়ামী লীগ একটি উন্নতমানের প্রতিষ্ঠান। সেখানে সেঞ্চুরি হয় নারী নির্যাতন ও টেন্ডারবাজি করে। আর সেই প্রতিষ্ঠানের যিনি হেড মাস্টার, তিনি তো বেগম জিয়ার নামে বলবেন, তার বাইরে এই আছে, সেই আছে। তাহলে প্রমাণ কইÑ প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার মিথ্যা ও বানোয়াট একটি মামলা দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে সপ্তাহে দুই-তিনদিন আদালতে হাজিরা দিতে বাধ্য করছে। আপনার আইন মন্ত্রণালয় থেকে কোন কর্মকর্তার ও কার নির্দেশ আদালতে যায় সেগুলোও আমরা জানি। আমরা সব কিছুই লিপিবদ্ধ করে রাখছি। আপনাদের সব অপকর্মের প্রতিটি অক্ষর লিপিবদ্ধ থাকছে। রাষ্ট্রক্ষমতা দখলে করে আপনি যে একের পর এক অপকর্ম করছেন, এই অপকর্ম আর হতে দেয়া যাবে না। রংপুর সিটি করপোরেশন নির্বাচনে কি হয়েছে তা জনগণ জানে নাÑ এমন প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, সেখানে কি হয়েছে, আমরা জানি না? আমরা জানি। গণমাধ্যমে সব কিছু এসেছে। এরপরও মিথ্যা প্রচার করে সব ঢেকে রাখবেন- সরকারের উদ্দেশ্যে বলেন তিনি।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি অন্যায় ও অপকর্ম করে ভাবছেন, পার পেয়ে যাবেন। আপনি পার পাবেন না। পার পেতে পারেন না। এখন প্রতিশোধ নেয়া সময় এসেছে। প্রতিশোধ নেয়ার জন্য তৈরি হচ্ছে, একপ্রান্ত থেকে আরেক প্রান্তর। সমস্ত কিছুর হিসাব আপনাদের একদিন দিতে হবে। জাতীয় প্রসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদের সভাপতিত্বে এ সময় মানববন্ধনে সাংবাদিক নেতা শওকত মাহমুদ, এম আব্দুল্লাহ, এমএ আজিজ, জাহিদ চৌধুরী, শহীদুল ইসলাম, কবি আবদুল হাই শিকদার, কাদের গণি চৌধুরী, বিএনপি নেতা শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্যে রাখেন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ