Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনের মাধ্যমে দেয়া হবে : আইনমন্ত্রী

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা : আইনমন্ত্রী এ্যাড. আনিসুল হক বলেছেন, বেগম খালেদা জিয়ার উকিল নোটিশের জবাব আইনের মাধ্যমে দেয়া হবে এবং সেটি সঠিক জবাব হবে। আমরা রাস্তা-ঘাটে কিছু বলবো না। গতকাল শুক্রবার বিকেলে আখাউড়া স্থল বন্দরে সোনালী ব্যাংক বুথের ৩৬৫ দিন খোলা রাখার কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, খালেদা জিয়ার দুর্নীতির যে খবর সারা বিশ্বে আওয়াজ হয়েছে। সে আওয়াজ থেকেই আমরা তার দুর্নীতির কথা বলছি। আপনিই (খালেদা জিয়া) তৈরি হোন জনগণের কাছে আপনি কী জবাব দিবেন। রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের পরাজয় প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমরা ফলাফল গ্রহণ করেছি। এই ফলাফল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নির্বাচনে বিজয় আনতে পারি আওয়ামী লীগ সে চেষ্টা করবে।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আজ স্বনির্ভর হয়েছে। স্বর্নিভর হওয়ার জন্যই আমরা বলতে পারি মার্কিন প্রেসিডেন্টকে জেরুজালেম ইজরায়েলের রাজধানী একথাটা ঠিক হয় নাই। এখন একথা বলার মতো স্বনির্ভর পর্যায়ে আমরা পৌঁছে গেছি। আমরা যদি আরও কাজ করতে পারি ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশ হতে পারবো। ইনশাল্লাহ ২০৪১ সালে আমরা উন্নত দেশ হিসেবে বিশ্বে প্রতিষ্ঠিত হতে পারবো। তিনি বলেন, স্থল বন্দরের যে সকল সমস্যা রয়েছে সেগুলো অচিরেই সমাধান হয়ে যাবে।
জেলা প্রশাসক মো. রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য এম. শাহরিয়ার মোল্লা, কাস্টমস, এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, কুমিল্লার কমিশনার মোঃ মাহবুবুজ্জামান, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (অতিঃ ডিআইজি), ২৫ বিজিবি, অধিনায়ক লেঃ কর্ণেল শাহ আলী, সোনালী ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মুখলেছুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার সভাপতি আজিজুল হক, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামান, পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আমদানী রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি আব্দুল অহাব ভ‚ঁইয়া
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. সেলিম ভ‚ঁইয়া, মো. মনির হোসেন বাবুল, সিএন্ডএফ সভাপতি মোবারক হোসেন ভূইয়া, সাধারণ সম্পাদক ফোরকান খলিফা, আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সৈয়দ তানজিল শাহ্, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম প্রমুখ।
এর আগে মন্ত্রী ফিতা কেটে স্থলবন্দরে সোনালী ব্যাংকের বুথ উদ্বোধন করেন। বুথটি ৩৬৫ দিন সকাল সন্ধ্যা খোলা থাকবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ