Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংবাদপত্রের স্বাধীনতা না থাকলে রাষ্ট্রে অমাবশ্যার অন্ধকার নেমে আসে -প্রেস কাউন্সিল চেয়ারম্যান

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সংবাদপত্র হলো রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। কোন রাষ্ট্রে যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে তাহলে ওই রাষ্ট্রে আমবস্যার অন্ধকার নেমে আসে। সে দেশের গণতন্ত্র হয়ে পড়ে মূল্যহীন। সাংবাদিকদের অভিভাবক প্রতিষ্ঠান হিসাবে বাংলাদেশ প্রেস কাউন্সিল সংবাদত্রের স্বাধীনতা ও সাংবাদিকতার মনোন্নয়নে কাজ করে যাচ্ছে। গত বৃহস্পতিবার বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের একদিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বলেন, সাংবাদিকতা পেশার মানোন্নয়নে অনেকগুলো বাঁধা অতিক্রম করতে হবে। মাঠ পর্যায়ে যেসব সমস্যা রয়েছে সেগুলো থেকে বের হয়ে আসা রাতারাতি সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো থেকেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছেনা। উদাহরন টেনে বলেন, প্রেস কাউন্সিল কয়েক বছর আগে সারাদেশে সাংবাদিকদের নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছিল। কিন্ত সাংবাদিক সংগঠনগুলো এর অনেক নীতিমালার সঙ্গে একমত পোষণ না করায় উদ্যোগটি বাস্তবায়ন করা যাচ্ছেনা। বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে সাংবাদিক ও সংবাদপত্রের গুরুত্বপূর্ন ভ‚মিকা ছিল। কিন্ত আজ প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের নামে দলাদলি-চাঁদাবাজি সাংবাদিকদের সকল ভাল অর্জনকে ¤øান করে দিচ্ছে। তিনি আরও বলেন, বছরের একটি দিনকে সাংবাদিক দিবস হিসাবে ঘোষণা করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই দিন ভাল কাজের জন্য কৃতিত্বপূর্ণ সাংবাদিক ও সংবাদপত্রকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হবে।
কর্মশালার সমাপনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্ম সচিব) শ্যামল চন্দ্র কর্মকার, সাবেক সদস্য ড. উৎপল কুমার সরকার ও বরিশাল প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। প্রিন্ট ও ইলেকট্রনি´ মিডিয়ার ৫০ জন সাংবাদিক দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে তাদের মধ্যে সনদ বিতরন করেন বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ