Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে ইয়াবা অস্ত্র ও প্রাইভেটকারসহ ৭ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


রাজধানীর যাত্রাবাড়ি ও খিলগাও থেকে অস্ত্র, প্রাইভেটকার ও ইয়াবাসহ পৃথক অভিযানে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাত্রাবাড়ি থানার সায়েদাবাদ থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল তাদের পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত দু’জনের নাম, মোঃ ফারুক (২৪) ও ফয়েজ (২২)। গ্রেফতারের পর তাদের হেফাজত থেকে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে খিলগাঁও এলাকা থেকে একটি পিস্তল ও প্রাইভেটকারসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, রাজিব (২৯), শাহীন (২৮), জাবেদ (২৫), নূর ইসলাম (১৯) ও সাগর (১৪)।
গত বৃহস্পতিবার রাতে খিলগাঁও থানাধীন পাকা মসজিদ এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকৈ সায়েদাবাদ বাস টার্মিনাল এর প্রবেশ পথে অভিযান চালিয়ে গ্রেফতার করে সায়েদাবাদ বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির সদস্যরা।
গ্রেফতারকৃত ফারুকের বাড়ি কুমিল্লার দ্বেবীদার থানার ভানী গ্রামে এবং ফয়েজের বাড়ি চট্টগ্রামের রাউজান থানার বড় ঠাকুরপাড়া গ্রামে।
এ ব্যপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ