Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আওয়ামী লীগের দুঃশাসনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জবাব দিতে হবে : মির্জা ফখরুল

বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের দুুঃশাসনকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে উচিত জবাব দিতে হবে। তিনি গতকাল শুক্রবার আসন্ন বোদা পৌরসভার নির্বাচন উপলক্ষে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী হকিকুল ইসলামের নির্বাচনী এলাকা সাতখামার কোচস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন। তিনি আরো বলেন, আমি এই এলাকার সন্তান আপনাদের মাঝে এসেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ প্রার্থীর পক্ষে ভোট চাইতে। আপনারা হকিকুল ইসলামকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এ সময় বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হক দুলু, বিএনপির কার্যনিবাহী কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ ও বিএনপি’র ধানের শীষ মার্কার প্রার্থী হকিকুল ইসলাম। নির্বাচনী জনসভায় জেলা ও উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরাসহ শত শত সমর্থক উপস্থিত ছিলেন। তিনি আরো বলেন, এই সরকার চিরদিন ক্ষমতা ধরে রাখতে চায়। সরকার দেশের গণতন্ত্র ও ভোটের অধিকার ধংস করেছে তা ফিরিয়ে আনতে হলে আপনারা জনগণ ূূূূূূূূূূূূূূূূভোটের মাধ্যমে ধানের শীষ প্রতীককে বিজয়ী করে এই সরকারের দুঃশাসনকে প্রতিহত করুন। বিকেলে তিনি বোদা ধানহাটি মাঠে ধানের শীষ প্রতীকের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ