Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মধ্যরাতে প্রশাসনে পদোন্নতি

শিগগির উপসচিব পদেও পদোন্নতি আসছে

পঞ্চায়েত হাবিব | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জনপ্রশাসনে পদ না থাকলেও পদোন্নতি থামছে না। ১১ দিন আগে পর্যাপ্ত পদ ছাড়াই ১৩০ জন কর্মকর্তাকে অতিরিক্ত সচিব করা হয়েছিল। সেটা নিয়ে আলোচনা শেষ হতে না হতে বৃহস্পতিবার মধ্যরাতে যুগ্ম সচিব পদে আরো ১৮৯ জন উপসচিবকে যুগ্মসচিব পদে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাকি ৬ কর্মকর্তার নামে পরে প্রজ্ঞাপন জারি করা হবে। এ কর্মকর্তারা বর্তমানে লিয়েন ও প্রেষণে রয়েছেন বলে মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা, শরীয়তপুর, রংপুর, কুমিল্লা, কক্সবাজার, যশোর, বান্দারবান, সাতক্ষীরা, নেত্রকোনা, পিরোজপুর, পঞ্চগড়, সিলেট, ময়মনসিংহ, ভোলা, চট্টগ্রাম, চাঁদপুরের ডিসি পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২, স্বরাষ্ট্র মন্ত্রীর একান্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর একান্ত সচিব, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রীর একান্ত সচিবকে পদোন্নতি দেয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, খুব শিগগিরই উপসচিব পদেও আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া শুরু হয়েছে। উপসচিব পদে এবার নতুন করে ২৪ তম বিসিএসদেরও পদোন্নতি দেয়ার প্রস্তুতি চলছে। এ মাসে না হলে আগামী বছরের প্রথম মাসে পদোন্নতি দেয়া হবে। কিন্তু এই স্তরেও ইতিমধ্যে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা অনেক বেশি রয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে গত কয়েক বছর ধরে জনপ্রশাসনে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব ও উপসচিব পদে নজিরবিহীন পদোন্নতির ফলে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। তবে নয় বছর পরে বিএনপিপন্থী কিছু কর্মকর্তা এ পদোন্নতির তালিকায় স্থান পেয়েছে। পদোন্নতি পেলেও কর্মকর্তারা এক স্তর বা ক্ষেত্রবিশেষে দুই স্তর নিচেও কাজ করছেন। তারপরও এ ধরনের পদোন্নতি চলছে। যুগ্ম সচিব পদে পদোন্নতির ক্ষেত্রে নিয়মিত ব্যাচের হিসেবে বিসিএস ১৩তম ব্যাচকে আমলে নিয়েছে সুপারিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)। এ ব্যাচে পদোন্নতির যোগ্য ১৬৫ কর্মকর্তার তথ্য যাচাই-বাছাই করে এসএসবি। এদের মধ্যে ১২০ জনকে পদোন্নতি দেয়া হয়েছে। বিসিএস ১৩তম ব্যাচের বাকি ৪৫ উপসচিবের যোগ্যতা থাকার পরও যুগ্ম সচিব পদে পদোন্নতির তালিকায় তাদের নাম আসেনি। এদিকে আগে বিভিন্ন ব্যাচের যেসব কর্মকর্তা পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের মধ্যে ৪৮ উপসচিবকে এবার যুগ্ম সচিব করা হয়েছে। এছাড়া অন্যান্য ক্যাডার থেকে ২১ কর্মকর্তা যুগ্ম সচিব করা হয়েছে। এদিকে ২৪ তম বিসিএসদেরও পদোন্নতি দেওয়ার জন্য ১৫৩ জনে তালিকা প্রস্তুতি করা হয়েছে। এ ব্যাচে মোট ৩৫০ কর্মকর্তা রয়েছে। এসব কর্মকর্তাদের মধ্যে থেকে জনপ্রশাসন সচিবকে দাবি জানানো হয় এক বারে সকলকে পদোন্নতি দেয়ার জন্য। সে বিবেচনা এখনো আমলে নেননি সুপারিয়র সিলেকশন বোর্ড (এসএসবি)।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস শেষে চলে গিয়েছিলেন। কিন্তু পরে তাদের আবার বাসা থেকে ডেকে এনে প্রজ্ঞাপন জারির জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত কতে হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নিয়োগ, পদায়ন ও ডেপুটেশন-এপিডি) শেখ ইউসুফ হরুন ইনকিলাবকে বলেন, শিগগিরই উপসচিব পদেও আরেক দফায় পদোন্নতির প্রক্রিয়া চলছে। উপসচিব পদে এবার নতুন করে ২৪তম বিসিএসদেরও পদোন্নতি দেয়া হবে। কিন্তু এই স্তরেও ইতিমধ্যে পদের চেয়ে কর্মকর্তার সংখ্যা অনেক বেশি রয়েছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতেই এটি স্বাক্ষর করেছেন। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় রাতেই প্রজ্ঞাপন জারি করা হয়।

 



 

Show all comments
  • Rafiq Ullah ২৩ ডিসেম্বর, ২০১৭, ১২:১৫ পিএম says : 0
    পদোন্নতি মধ্যরাতে কেন?
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ