Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১০ শতাংশ বোনাস লভ্যাংশ পেলো বিনিয়োগকারীরা

দেশবন্ধু পলিমারের এজিএম অনুষ্ঠিত

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০১৭, ১২:৩৮ এএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রযুক্তিখাতের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার নরসিংদীর চরসিন্দুর দেশবন্ধু পলিমারের নিজস্ব কারাখানা প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। দেশবন্ধু পলিমারের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কোম্পানির স্বতন্ত্র পরিচালক মফিজ উদ্দিন চৌধুরী, কোম্পানির পরিচালক মো. আখেরুজ্জামান প্রমুখ। সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মো. লিয়াকত আলী খান।

এর আগে কোম্পানির পরিচালনা পরিষদ ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। যা সভায় শেয়ার হোল্ডারদের উপস্থিতিতে ২০১৬-১৭ অর্থবছরের হিসাব, পরিচালক মন্ডলী ও নিরীক্ষকদের প্রতিবেদন গ্রহণ ও অনুমোদন করা হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিতে সবগুলো এজেন্ডা অনুমোদন করা হয়।
সভায় জানানো হয়, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ ২ কোটি ৩ লাখ ৮২ হাজার ২৭০ টাকা। আর শেয়ারপ্রতি আয় ৩৭ পয়সা। যা গত বছর ছিলো মাত্র ১৯ পয়সা।
সভায় গোলাম রহমান বলেন, নানা প্রতিকূলতা কাটিয়ে উঠতে আগামীতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে দেশবন্ধু পলিমার। যার অংশ হিসেবে দেশবন্ধু পলিমার ২ প্লাই সিমেন্ট ব্যাগ উৎপাদন করবে। ইতোমধ্যে যন্ত্রপাতি আমদানী করা হয়েছে। যার ৯৯ শতাংশ স্থাপনের কাজ সম্পূর্ন হয়েছে। ফলে বর্তমানের চেয়ে আগামী বছর উৎপাদন আরো ২০ ভাগ বেশি হবে। এছাড়া নতুন টেপ লাইন ও ১২টি লুম মেশিন আসছে। যা আগামী মার্চে স্থাপন হবে। এবং এপ্রিলের প্রথম দিন থেকে উৎপাদন শুরু হবে। তখন উৎপাদন দ্বিগুন বৃদ্ধি পাবে। এমনকি আগামী বছরের মাঝামাঝি সময়ে আমাদের উৎপাদিত নতুন পন্য জাম্বু ব্যাগ রফতানি করা সম্ভব হবে বলে তিনি আশা করেন। তিনি বলেন, পরিকল্পনা অনুয়ায়ী সব কিছু ঠিক থাকলে আগামী বছর কোম্পানির মুনাফা উল্লেখ্যযোগ্য হারে বৃদ্ধি পাবে। যা কোম্পানির পাশাপাশি ভবিষ্যতে কোম্পানির শেয়ার হোল্ডারগণও লাভবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।###

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ