পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী বলেছেন, মুফতী আমিনী (রহ.) ছিলেন একজন দূরদর্শী রাজনীতিবিদ। ইসলামের দুর্দিনে কখন কোন পদক্ষেপ নিতে হয়, তা তিনি ভাল করে বুঝতে পারতেন। তার বুদ্ধিমত্তা ও ঈমানদীপ্ত অভিজ্ঞতার ফলেই তিনি প্রতিটি আন্দোলন-সংগ্রামে সফল হয়েছেন। তাঁর নীতি ও আদর্শকে অনুসরণ করে এই দেশে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করতে হবে। গতকাল বুধবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত আল্লামা মুফতী ফজলুল হক আমিনী (রহ.) এর ‘জীবন ও কমর্’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মু. খোরশেদ আলমের সভাপতিত্বে ও আবুল হাসেমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, মহাসচিব মুফতী ফয়জুল্লাহ, মাওলানা ফজলুর রহমান, মুফতী সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, মুফতী তৈয়্যেব, মাওলানা ফারুক আহমদ, মাওলানা মীর মোঃ হেদায়েতুল্লাহ গাজী, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা আনসারুল হক ইমরান, আবু জাফর সালেহ, মির্জা ইয়াসিন আরাফাত । মাওলানা আবুল হাসানাত আমিনী আরো বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্প মুসলমানদের প্রথম কেবলা, প্রাণের স্পন্দন জেরুজালেমকে ইসরাঈলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিরতার দিকে ঠেকে দিয়েছে। তিনি বলেন, অবিলম্বে ট্রাম্পের এই ভুল সিদ্ধান্ত পরিহার করতে হবে। অন্যথায় বিশ্বের মুসলিম রাষ্ট্রসমূহকে যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিতে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।