পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ বিমান বাহিনী মালীতে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এ কন্টিনজেন্ট এর প্রতিস্থাপন শুরু করতে যাচ্ছে। বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার গতকাল মঙ্গলবার তেজগাঁওস্থ পুরাতন বিমান বন্দর ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর ওভারসীজ অপারেশন ডেপ্লয়মেন্ট সেলে মালীগামী কন্টিনজেন্টের এর সদস্যদের উদ্দেশে বক্তব্য প্রদান করেন। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তাদেরকে সততা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্ব পালন করে বাংলাদেশ বিমান বাহিনী তথা দেশের জন্য সুনাম বয়ে আনার আহবান জানান। তিনি আরো বলেন, মালির পরিবেশ আমাদের দেশের মত নয় সেখানে কাজ করার জন্য আপনাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে তৈরি করা হয়েছে, আশা করি এ প্রশিক্ষণ আপনাদের দায়িত্বপালনের পথকে সুগম করবে। পরিশেষে তিনি মিশনের সাফল্য কামনায় আয়োজিত এক বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, ঢাকাস্থ এয়ার অফিসারগণ এবং বিমান সদর ও ঘাঁটির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।