Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সড়ক দুর্ঘটনায় আহত এমপি গোলাম মোস্তফার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি গোলাম মোস্তফা মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গাইবান্ধার সুন্দরগঞ্জের এমপি গোলাম মোস্তফা আহমেদের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগের এই এমপির প্রথম জানাজার পর মরহুমের কফিনে ফুল দিয়ে প্রেসিডেন্টের পক্ষে শ্রদ্ধা জানান তার সামরিক সচিব মেজর জেনারেল সরোয়ার হোসেন। এরপর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ও স্পিকার শিরীন শারমিন চৌধুরী তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিরোধী দলীয় নেতার পক্ষে শ্রদ্ধা জানান হুইপ নুরুল ইসলাম ওমর। এর আগে নিহত এমপির প্রথম জানাজায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদসহ মন্ত্রিসভার সদস্য, প্রধান হুইপ আ স ম ফিরোজ, সরকার দলীয় এমপি এবং সংসদ সচিবালয়ের কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশ নেয়। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মৃত্যু হয় এমপি মোস্তফার। নিজের নির্বাচনী এলাকা থেকে মাইক্রোবাসে করে ঢাকায় আসার পথে গত ১৮ নভেম্বর দুর্ঘটনায় পড়েন এমপি গোলাম মোস্তফা। টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় রংপুরগামী একটি বাসের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এমপি ও তার গাড়ির চালকসহ চারজন আহত হন। গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের এমপি মনজুরুল ইসলাম লিটন খুন হওয়ার পর ওই আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান মোস্তফা। চলতি বছরের ২২ মার্চ ওই নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে তিনি প্রথমবারের মত এমপি নির্বাচিত হন এবং ৪ এপ্রিল স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে শপথ নেন। জানাজার আগে পরিবারের পক্ষ থেকে গোলাম মোস্তফার ছেলে মেহেদী মোস্তফা মাসুম তার কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করে মোনাজাত করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সড়ক দুর্ঘটনায়

২৯ ডিসেম্বর, ২০২২
৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ