Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইইউতে যোগদানে বিরোধিতা করায় অস্ট্রিয়ার আগামী সরকারের সমালোচনা তুরস্কের

এএফপি | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ভিয়েনা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) আংকারার যোগদানে রাজি নয় বলে তাদের কর্মসূচিতে অঙ্গীকার করার পর তুরস্ক অস্ট্রিয়ার ভাবী জোট সরকারের বৈষম্য ও বর্ণবাদী মনোভাবের সমালোচনা করেছে। অস্ট্রিয়ার নির্বাচনে রক্ষণশীল ও চরম ডানপন্থীদের জোট বিজয়ী হওয়ার পর সরকার গঠন করতে চলেছে।
জোটের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি ফ্রিডম পার্টিকে (এফপিওই) অস্ট্রিয়ার ক্ষমতায় প্রত্যাবর্তনের সুযোগ করে দিয়েছে। সে সাথে চরম ডানপন্থী আন্দোলনের সাফল্য ইউরোপের সর্বত্র উদ্বেগের সৃষ্টি করেছে।
চ্যান্সেলর নির্বাচিত রক্ষণশীল পিপলস পার্টির (ওইভিপি) সেবাস্টিয়ান কুর্জের সাথে তিনি পররাষ্ট্রমন্ত্রী থাকাকাল তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তির কঠোর বিরোধিতার করায় আংকারার গভীর তিক্ততাপূর্ণ সম্পর্ক বিদ্যমান।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় রবিবার এক বিবৃতিতে বলে, অস্ট্রিয়ার নতুন সরকারের কর্মসূুচিতে এ ধরনের ভিত্তিহীন ও দূরদৃষ্টিহীন বক্তব্য দুর্ভাগ্যক্রমে বৈষম্য ও প্রান্তিকীকরণ ভিত্তিক এক রাজনৈতিক ধারার ব্যাপারে উদ্বেগ সৃষ্টি করেছে।
তুরস্কের ইইউ বিষয়ক মন্ত্রী ওমর সেলিক বলেন, আগামী অস্ট্রিয়া সরকার বিলম্ব না করে মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধকে আক্রমণ করতে শুরু করেছে। তিনি টুইটারে কুর্জকে চরম ডানপন্থীদের চেয়েও উগ্র বলে আখ্যায়িত করেন।
অস্ট্রিয়া সরকারের কর্মসূচিকে নিন্দা না করায় ইইউর সমালোচনা করে তিনি বলেন, আগামী অস্ট্রিয়া সরকারের বিদ্বেষপূর্ণ দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করা দুর্বলতা।
তিনি বলেন, ইসলামোফোবিক, সেমেটিক বিরোধী, বহিরাগতভীতি মনোভাব সম্পন্ন ও অভিবাসন বিােধী দলগুলোর উত্থান ঘটছে। এখন এ আন্দোলন অস্ট্রিয়ার ক্ষমতায়।
অস্ট্রিয়ার আগামী সরকারকে অসততার জন্য অভিযুক্ত করে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, এটা যদি বাস্তবায়িত হয় তাহলে এ কর্মসূচি অস্ট্রিয়াকে তুরস্কের সাথে বন্ধুত্ব হারানোর কিনারায় নিয়ে যাবে এবং পাল্টা প্রতিক্রিয়ার সম্মুখীন করবে।
অস্ট্রিয়া তুরস্কের ইইউতে অন্তর্ভুক্তির প্রক্রিয়া অনুষ্ঠানিক ভাবে বন্ধ করার আহবান জানালেও গুরুত্বপূর্ণ ই্ইউ সদস্য জার্মানি তার বিরোধিতা করে।
তবে গত মাসে ইইউ ২০১৮ সালের বাজেটে তুরস্কের জন্য বরাদ্দ অর্থ তহবিল কর্তন করেছে। এর কারণ হিসেবে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি আংকারার অঙ্গীকারের প্রতি সন্দেহের কথা জানিয়েচে যা সমর্থন করেছে জার্মানি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ