Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘আমরা ছাত্রলীগ করতাম’ হুঙ্কার দিয়ে ঢাবি সাংবাদিকের ওপর হামলা

| প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার : ঢাকা বিশ^বিদ্যালয়ে কর্মরত দৈনিক ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কবিরুল ইসলাম কাননের উপর অতর্কিত ভাবে হামলা করেছে রেজিস্ট্রার ভবনের কিছু উচ্ছৃঙ্খল কর্মকর্তা।
গতকাল রোববার সকালে রেজিস্ট্রার ভবনের কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত দেরি করে অফিসে আসার অভিযোগের তথ্য অনুসন্ধানে তার পেশাগত দায়িত্ব পালনকালে তারা এই হামলা করে। হামলাকারীর হলেন, সেকশন অফিসার মো.নিজাম উদ্দিন, মো. আহসানুল কবির ও রেজিস্ট্রারের ব্যক্তিগত পিএস শেখ মো. গিয়াস উদ্দিন। সকাল সাড়ে ৯টার দিকে এই ওই সাংবাদিক রেজিস্ট্রার ভবনের প্রশাসন-৩ শাখার ২০৬ নম্বর কক্ষে যান। সেখানে যেয়ে সেকশন অফিসার নিজাম উদ্দিন ও আহসানুল কবিরের আসন ফাঁকা দেখতে পান। যদিও বিশ^বিদ্যালয়ের নিয়ম অনুসারে এসব কর্মকর্তাদের সকাল ৯টায় অফিসে আসার কথা।
ওই কক্ষ থেকে তথ্য নিয়ে তিনি পাশের কক্ষে যান। সেখান থেকে ফেরার পথে নিজাম উদ্দিন, আহসানুল কবির, শেখ মো. গিয়াস উদ্দিন ‘আমরা ছাত্রলীগ করতাম, আমাদের বিরুদ্ধে নিউজ করার সাহস দিছে কে তোকে?’ বলেই অতর্কিতে হামলা করে। তারা মোবাইল ফোন কেড়ে নেয়। হামলার ফলে ঐ সাংবাদিকের গলায় ও বুকে রক্তাক্ত দাগ বসে যায়। আহত সাংবাদিক কবিরুল ইসলাম কানন এ ঘটনায় জড়িতদের অব্যহতি চেয়ে উপাচার্যের নিকট লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় ঢাবি সাংবাদিক সমিতির সভাপতি আসিফ ত্বাসীন ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নয়ন জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে বলেন, শুধুমাত্র একজন সাংবাদিক নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর উপরও এধরনের আক্রমণ তাদের উচ্ছৃঙ্খল আচরণের বহি:প্রকাশ। তারা তাদের দায়িত্বে অবহেলা ঢাকতেই একজন সাংবাদিকের উপর এধরণের ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে জড়িতদের কঠোর শাস্তি দাবি করছি যাতে পরবর্তীতে কেউ এধরণের কোন ঘটনা না ঘটাতে পারে।
এঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, এ ব্যাপারটি কঠোর ভাবে দেখা হবে। এটি অবশ্যই নিন্দনীয় ঘটনা। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা আমরা এর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ করবো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ