Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীজুড়ে যানজট তার পরও আসছে ৬০০ বাস

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

রাজধানীজুড়ে চলছে যানজট। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত করতে পারেনি পরিবহন সেবা। তারপর আরো ৬০০ বাস আমদানির প্রক্রিয়া শুরু করেছে সরকার। অতি শিগগিরই এসব বাস আনার টেন্ডার করা হবে বলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
গতকাল রোববার সকালে রাজধানীর গাবতলীতে বিআরটিসি’র বাসডিপো এবং মোবাইল অ্যাপস কতদূর উদ্বোধনী অনুষ্ঠানে ওবায়দুল কাদের এতথ্য জানান। সেতুমন্ত্রী বলেন, নবীনগর হতে মতিঝিল পর্যন্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন-বিআরটিসি’র এসি বাস সার্ভিস চালু করা হয়েছে। এসময় তিনি ঘনকুয়াশার মধ্যে যানবাহনের গতি সীমিত রেখে সাবধানে গাড়ি চালাতে চালকদের অনুরোধ জানান। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, যানজটের জন্য কিছুই করার নেই। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন কাজের জন্য কিছু দুর্ভোগ মেনে নিতে হবে। যাত্রীসেবার মানোন্নয়নসহ হয়রানিমুক্ত পরিবহন সেবার কাজ চলছে। বাস সংকট ব্যাপক। এ কারণে ৬০০ বাস আমদানির প্রক্রিয়া চলছে। শিগগিরই টেন্ডার হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে দশটি এসি বাসের মাধ্যমে নবীনগর (সাভার) হতে মতিঝিল পর্যন্ত চল্লিশ কিলোমিটার রুটে যাত্রিসেবা প্রদান করা হবে। এছাড়া মোবাইল অ্যাপস কতদূর-এর মাধ্যমে গাড়ি চলাচলের রুট, গাড়ির অবস্থান, সম্ভাব্য সময়সহ প্রভৃতি তথ্য জানা যাবে। তিনি আরও বলেন, ঢাকা মহানগরীর ব্যস্ততম এলাকায় বিআরটিসি’র গাবতলী বাস ডিপোর মাধ্যমে মহানগরী ছাড়াও আন্ত:জেলা রুটের যাত্রিগণ যাতায়াত পরিসেবা পাবেন। এসময় সরকার দলীয় এমপি আসলামুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিসি’র চেয়াম্যান ফরিদ আহমদ ভূঁইয়াসহ ডিপো ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ