Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তদন্ত করছে একাধিক সংস্থা। এখনও পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি

| প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

কল্যাণপুরের সেই খÐিত লাশের দুই পা উদ্ধার সূত্রাপুরে
বিশেষ সংবাদদাতা : পুরান ঢাকার সূত্রাপুরে লাগেজ ও প্লাস্টিকের বস্তা থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দ্বি-খন্ডিত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকালে সূত্রাপুরের সাইকেলমাঠ এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। যা আগের দিন কল্যাণপুরে উদ্ধার হাত-পা ও মাথাবিহীন লাশের অংশ বলে ধারণা করছে পুলিশ। বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কল্যানপুরে লাশ এবং পুরান ঢাকা থেকে পা উদ্ধারের ঘটনায় অনেকের মধ্যে আতংক দেখা দিয়েছে। এ বিষয়টি থানা পুলিশের পাশাপাশি বিভিণœ গোয়েন্দা সংস্থাও তদন্ত করছে। গতকাল রাত পর্যন্ত নিহতের পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ। পুরান ঢাকার ব্যবসায়ী হাবিবুর রহমান দৈনিক ইনকিলাবকে বলেন, রাজধানীর এক প্রান্তের শরীরের কিছু অংশ এবং অন্য প্রান্ত থেকে এক দিন পর আরো কিছু অংশ উদ্ধার করার ঘটনা স্বাভাবিক নয়। এ ধরনের ঘটনা মানুষের মধ্যে আতংক তৈরি করবে বলে ওই ব্যবসায়ী মন্তব্য করেন। সূত্রাপুর থানার ওসি তদন্ত মো. আক্তার হোসেন দৈনিক ইনকিলাবকে বলেন, সকালে ওই এলাকার মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি পরিত্যক্ত ভেবে বস্তার মুখ খুলে দ্বি-খন্ডিত মরদেহ দেখে চিৎকার শুরু করে। এ সময় এলাকার লোকজন এসে খন্ডিত মরদেহ দেখে থানায় খবর দেয়। তিনি বলেন, একটি ছোট লাগেজে হাঁটু থেকে কোমর পর্যন্ত ও একটি প্লাস্টিকের বস্তায় হাঁটু থেকে পায়ের পাতা পর্যন্ত শরীরের অংশবিশেষ পাওয়া যায়। পুলিশ এ খন্ডিত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হবে। ময়নাতদন্ডের জন্য দ্বি-খন্ডিত মরদেহ মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান। পুলিশ জানায়, উদ্ধার হওয়া দেহের অংশ দুইটি দেখে মনে হয়েছে নিহত ব্যক্তির বয়স ৩৬ থেকে ৩৭ বছর হবে। তিনি জানান, আমরা খোঁজ নিয়ে দেখেছি- কল্যাণপুরে যে ব্যক্তির শুধু দেহটি উদ্ধার করা হয়েছে, তার আনুমানিক বয়সের সাথে আমাদের এখানে উদ্ধার হওয়া দেহের অংশগুলোর বয়স মিলে যাচ্ছে। তার ধারণা, দুই জায়গায় উদ্ধার হওয়া দেহের অংশ একই ব্যাক্তির। হাত দুইটি এবং খন্ডিত মাথা উদ্ধার হলেই বিষয়টি আরো পরিষ্কার হবে। তবুও এরই মধ্যে দারুস সালাম থানা পুলিশ এবং সূত্রাপুর থানা পুলিশ যৌথভাবে এই বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে। উল্লেখ কল্যাণপুর থেকে গাবতলী মুখী পথে সোহরাব পেট্রোল পাম্পের কাছে ব্যাপটিস্ট চার্চের সামনে মূল সড়কের পাশে একটি কালো স্যুটকেসে গত শুক্রবার সকালে হাত-পা ও মাথাবিহীন ওই লাশ পাওয়া যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ