Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের ঘোষণা মধ্যপ্রাচ্যে চরমপন্থা সৃষ্টি করবে -মাসুদ বিন মোমেন

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী এবং তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক ঘোষণার ফলে মুসলিম বিশ্বে বিক্ষোভের আগুন আরো ছড়িয়ে পড়তে পারে। এতে সঙ্ঘাতপূর্ণ মধ্যপ্রাচ্যে নতুনভাবে উত্তেজনা, শত্রুতা ও সহিংস চরমপন্থা সৃষ্টির সম্ভবনা রয়েছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি ও হুমকি ডেকে আনবে। গতকাল শুক্রবার নিউ ইয়র্কে জাতিসঙ্ঘ সদর দফতরে ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা বিষয়ক কমিটিতে দেয়া বক্তব্যে তিনি একথা বলেন। তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এর ফলে পবিত্র নগরী পূর্ব জেরুজালেম ইসরাইলের দখলে চলে যাবে, যা এর ঐতিহাসিক ও আইনগত মর্যাদা, জনমিতিক কাঠামো এবং পূর্ব জেরুজালেমকে ঘিরে আবহমান আরব-ইসলামিক পরম্পরার পরিবর্তন ঘটাতে পারে। রাষ্ট্রদূত মাসুদ ১৯৬৭ সালে নির্ধারিত সীমানার ভিত্তিতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন।
মাসুদ বিন মোমেন বলেন, পূর্ব জেরুজালেম সংক্রান্ত জাতিসঙ্ঘ রেজুলেশন অনুযায়ী এর আইনগত মর্যাদা সংরক্ষণ করার ওপর বাংলাদেশ বিশেষভাবে জোর দিচ্ছে।
ফিলিস্তিনি সমস্যা সমাধানে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার মাধ্যমে ‘দুই-রাষ্ট্র’ সমাধান কাঠামোতে পৌঁছানোর লক্ষে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি রাষ্ট্রদূত মাসুদ আহŸান জানিয়ে তিনি বলেন, কেবল এর মাধ্যমেই মধ্যপ্রাচ্যের স্থায়ী শাস্তি ও স্থিতিশীলতা রক্ষা হতে পারে।
সঙ্কটময় এই পরিস্থিতিতে তুরস্কের ইস্তাম্বুলে গত ১৩ ডিসেম্বর ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা ঘোষণার জন্য অনুষ্ঠিত ওআইসির বিশেষ সম্মেলনে প্রেসিডেন্ট আবদুল হামিদের যোগদান ও বাংলাদেশের ভূমিকার কথা স্থায়ী প্রতিনিধি সভায় তুলে ধরেন। সেনেগালের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ফোডি সিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতিসঙ্ঘে নিযুক্ত ফিলিস্তিনের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্রদূত রিয়াদ এইচ মানসুর।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ