Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাটুরিয়া ঘাটে তীব্র যানজট

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আরিচা সংবাদদাতা : বিজয় দিবসের ছুটিতে ঘরমুখো যাত্রীবাহি যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় পাটুরিয়া ঘাটে হঠাৎ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। পাটুরিয়া ঘাটে অপেক্ষমান যানাবাহন টার্মিনাল ছাড়িয়ে মহাসড়কে যানবাহনের লাইন চার কিলোমিটার পর্যন্ত গড়িয়েছে।সচল ১৫ টি ফেরি দিয়ে এ বিপুল পরিমান যানবাহন পার করতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। সিমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে শত শত যাত্রী।
বিআইডবিøউটিসির আরিচা অফিস সূত্রে জানা যায়, পাটুরিয়া দৌলতদিয়া নৌ চ্যানেলে ড্রেজিংরত ড্রেজারের কারণে ফেরি চলাচলে বিঘœ ঘটছে। এতে ফেরি পারাপারে সময় বেশি লাগছে। এদিকে, মহান বিজয় দিবসের ছুটিতে এ রুটে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ফলে এ রুটে চলাচলরত মোট ১৫ টি ফেরি দিয়েও যানবাহন পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় পাটুরিয়া ঘাটে দুই শতাধিক যাত্রীবাহি বাস,কারসহ ছোট যানবাহন এবং দুই শতাধিক মালবাহি ট্রাক ফেরি পারের অপেক্ষায় ছিল। একই সময় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যাত্রীবাহি বাসসহ তিন শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় ছিল। উভয় প্রান্তে মোট ৭ শতাধিক যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে।
বিআইডবিøউটিসির ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ড্রেজিং এর কারণে ফেরি চলাচলে সাময়িক সমস্যা হচ্ছে। এ রুটে চলাচল্রত ১৭/১৮ টি ফেরির মধ্যে ১৫টি সচল রয়েছে। বিজয় দিবসের ছুটি উপলক্ষে হটাত যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় এ যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এদিকে, পাটুরিয়া ঘাটের চাপ সামাল দিতে ঢাকা-পাটুরিয়া সড়কের উথুলি মোড় থেকে আরিচা সড়কে ঘাটমুখী মালবাহি ট্রাকগুলোকে আটকিয়ে লাইনে দাড় করিয়ে রাখা হচ্ছে। এ সড়কে অপেক্ষমান ট্রাকের সাড়ি ১ কিলোমিটার ছাড়িয়েছে। বাস শ্রমিকরা জানান, ফেরি পার হতে আসা বাসের লাইন পাটুরিয়া সড়কের নবগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত ছাড়িয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ