Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে মাথা হাত-পাবিহীন ও গলাকাটা লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীতে পৃথক দু’টি ঘটনায় মাথা, হাত-পা বিহীন এক ব্যক্তির লাশ এবং নারীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে কল্যাণপুর এলাকায় মাথা, হাত-পাবিহীন এক ব্যক্তির লাশ পাওয়া গেছে। অন্যদিকে তেজগাঁও এলাকার একটি বাসা থেকে একজন খ্রিষ্টান নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম মিলু মিলার্ড গোমেজ (৬৫)। গতকাল শুক্রবার সকালে তেজগাঁওয়ের খ্রিষ্টান গলির ৩৮ আরজতপাড়ার বাসার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধার স্বামী হিউবার্ড অনীল গোমেজকে আটক করেছে পুলিশ। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দু’টি হত্যাকান্ডের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তদন্ত করছে পুলিশসহ একাধিক সংস্থা। দারুস সালাম থানার ওসি মো. সেলিমুজ্জামান বলেন, গতকাল সকালে কল্যাণপুর থেকে গাবতলী মুখী সড়কের পাশে সোহরাব পেট্রোল পাম্পের কাছে ব্যাপটিস্ট চার্চের সামনে মূল সড়কের পাশে একটি কালো স্যুটকেসে পড়ে ছিল। ল্যাগেজটি দীর্ঘক্ষণ মালিকবিহীন অবস্থায় পড়ে থাকায় স্থানীয় টোকাই স্যুটকেসটি খুলে একটি পুরুষ মানুষের শুধু দেহটুকু দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে সকাল ৯টার দিকে পুলিশ দ্রæত ঘটনাস্থলে যান এবং স্যুটকেসটি খোলা অবস্থায় পায়। স্যুটকেসের ভেতর মানুষের দেহটি ছাড়া আর কিছু ছিল না জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে ওসি জানিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩০ বছর হতে পারে। লাশের সাথে মাথা, দুই হাত ও দুই পা ছিল না। ধারালো অস্ত্র দিয়ে এসব অঙ্গ বিচ্ছিন্ন করা হয়ে থাকতে পারে। লাশটি পচা-গলাও ছিল না। হত্যাকান্ডটি অতিস¤প্রতি ঘটেছে বলে মনে হচ্ছে। অন্যদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া জানান, নিহত মিলু গোমেজ (৬৫) মহাখালীর আরজতপাড়া এলাকার ফিলবার্ড অনিল গোমেজের (৭০) স্ত্রী। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে তার লাশ উদ্ধার করে পুলিশ। বাড়ির তিনতলায় ড্রইং রুমের দরজার সামনে মৃতদেহটি পড়ে ছিল। নিহত বৃদ্ধার স্বামী অনিল গোমেজ ওই বাড়ির মালিক জানিয়ে পুলিশ বলছে, বাড়ির বিভিন্ন ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকলেও বাড়িওয়ালার ফ্ল্যাটে বৃদ্ধ দম্পতি অনিল ও মিলুই থাকতেন। তিনি বলেন, ওই বাড়িতে স্বামী স্ত্রী ছাড়া আর কেউ থাকেন না। বাড়ির ভাড়াটিয়ারা পানি না পেয়ে সকাল ৯টার দিকে বাড়িওয়ালা অনিল গোমেজের ফ্ল্যাটে গিয়ে ডাকাডাকি করেন। কিছুক্ষণ পর প্রায় ৭০ বছর বয়সের অনিল দরজা খুলে দিলে ভাড়াটিয়ারা বৃদ্ধার রক্তাক্ত লাশ দেখতে পান। এর পরেই ভাড়াটিয়ারা পুলিশকে খবর দেয় জানিয়ে তিনি বলেন, ঘটনাস্থল থেকে বাড়ির কাজে ব্যবহার করা একটি চাকু উদ্ধার করা হয়েছে। বাড়ির দরজা-জানালা ভাঙা বা কোনো মালামাল খোয়া যাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ বলছে, সকাল ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে মিলু গোমেজকে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। কে বা কারা তাকে হত্যা করেছে, সে বিষয়ে অনিলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে সেন্টু মিয়া বলেন, অনিলের শরীরে আঁচড়ের দাগ পাওয়া গেছে। তবে জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট কিছু পাওয়া যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ওই দম্পতির চার সন্তানের মধ্যে তিনজন কানাডা ও একজন আমেরিকা থাকেন। হত্যার শিকার হওয়ার আগে ওই বৃদ্ধা গাজীপুরে অবস্থিত তার বোনের সাথে কথা বলেছিলেন। অনীল গোমেজ পুলিশকে জানান, ভোরে তিনি বাসা থেকে বের হয়েছিলেন। ৭টার দিকে বাসায় ফিরে বিছানার উপর তার স্ত্রীর গলাকাটা লাশ দেখতে পান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ