পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির কেন্দ্রীয় টিমের নেতৃবৃন্দ। তারা দলীয় প্রার্থী কাওসার জামান বাবলার পক্ষে প্রচারণা শুরু করেছেন। তবে নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় নির্বাচন কমিশন একেক প্রার্থীর লোকজনের সাথে একেক আচরণ করছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। গতকাল (বুধবার) আসরের নামাজের পর রংপুর সিটির ৩৩ নং ওয়ার্ডে দলীয় প্রার্থীকে নিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আসাদুল হাবিব দুলু। তার সাথে ছিলেন রংপুর জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক রইস আহমেদ, রংপুর মহানগর বিএনপির সভাপতি মোজাফফর আহমেদ, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, বিএনপির চেয়াপারাসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, দিনাজপুর পৌর মেয়া সৈয়দ জাহাঙ্গীর সহ স্থানীয় নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ ধানের শীষ সম্বলিত প্রচারপত্র ভোটারসহ সাধারণ মানুষের হাতে তুলে দেন। পরে সন্ধ্যায় সমাবেশে অংশ নেন নেতারা।
শায়রুল কবির খান জানান, রসিক নির্বাচন নিয়ে বিএনপির কেন্দ্রীয় গঠিত টিমের নেতারা ইতোমধ্যে ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেছেন। তারা স্থানীয় জনসাধারণ ও ভোটারদের সাথে গণসংযোগ করছেন। গতকাল মহানগরীর বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়। ধানের শীষ সম্বলিত প্রচারপত্র ভোটারদের হাতে তুলে দেয়া হয়। ভোটাররাও ধানের শীষের পক্ষে আগ্রহ দেখিয়েছেন। পাশের জেলা দিনাজপুরের নেতাকর্মীরাও প্রচারণা চালাচ্ছে উল্লেখ্য করে তিনি জানান, আজ সকালে দলীয় প্রার্থীকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারণার কার্যক্রম শুরু করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও রসিক নির্বাচনে বিএনপির পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। বিজয় দিবসের পর যেকোনো দিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও নির্বাচনী প্রচারণায় যাবেন বলে জানান শায়রুল কবির খান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।