Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

ভ‚গর্ভস্থ বাঙ্কারে গভর্নর মালিকের আশ্রয় গ্রহণ

ফিরে দেখা বিজয়ের মাস

| প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

হোসেন মাহমুদ : আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশের প্রায় সবটাই স্বাধীন হয়ে যায়। অন্যান্য অঞ্চল নয়- বাংলাদেশ-ভারত যৌথ বাহিনীর লক্ষ্য হয়ে উঠেছিল রাজধানী ঢাকা। ঢাকার পতন মানেই পাকিস্তানি বাহিনীর চ‚ড়ান্ত পরাজয়। ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মানেকশ’র বার্তায় লে: জেনারেল নিয়াজিকে উদ্দেশ্য করে বলা হয়, ৪৮ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের প্রস্তাব মেনে নিতে হবে। না হলে ঢাকার সকল সামরিক অবস্থানের উপর ব্যাপক বিমান হামলা চালানো হবে। বেসামাল হয়ে পড়া নিয়াজি প্রেসিডেন্ট ইয়াহিয়ার কাছে বারবার সাহায্যের আবেদন জানিয়েও কোন ফল পাননি। ইসলামাবাদ থেকে তাকে আরো কয়েকটা দিন ধৈর্যধারণের পরামর্শ দেয়া হয়। এ দিন বেলা ১১টার দিকে ঢাকার গভর্নর হাউসে ভারতীয় জঙ্গি বিমান বোমা বর্ষণ করে। গভর্নর এ এম মালিক প্রাণ রক্ষার্থে ভ‚গর্ভস্থ বাংকারে আশ্রয় নেন। বিমান হামলা কমার পর তিনি তার মন্ত্রিসভাসহ পদত্যাগের কথা ঘোষণা করেন। পরে তিনি ও চীফ সেক্রেটারিসহ পদস্থ কর্মকর্তারা আন্তর্জাতিক রেডক্রস ঘোষিত নিরাপত্তা স্থান হোটেল ইন্টারকন্টিনেন্টালে গিয়ে ওঠেন। এ দিন লেঃ জেনারেল নিয়াজি আত্মসমর্পণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে তার পদস্থ সহকর্মীদের নিয়ে বৈঠকে বসেন। চাঁদপুরে ভারতীয় বিমান হামলায় আহত মেজর জেনারেল রহিম ও যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে পালিয়ে আসা পাকিস্তান সেনাবাহিনীর ৩৬ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল জামশেদ আত্মসমর্পণের পক্ষে জোরালো মত দেন। কিন্তু নিয়াজি কোন সিদ্ধান্তে পৌঁছতে পারেননি। এদিকে পূর্বে প্রণীত নীলনকশা অনুযায়ী ভবিষ্যৎ বাংলাদেশকে মেধাশূন্য করার লক্ষ্যে এ দিন রাত থেকে মেজর জেনারেল রাও ফরমান আলীর নেতৃত্বে ঢাকায় বুদ্ধিজীবী নিধনে নামে আলবদর-আলশামস বাহিনী। ১৯৭১ সালের এ দিনে কালিয়াকৈর, মানিকগঞ্জ, বগুড়া, মির্জাপুর, কাহালু, লালপুর, ধামরাই, তাড়াশ, গঙ্গাচড়া প্রভৃতি এলাকা শত্রæ মুক্ত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ