Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ সদস্যের কাছে ভাড়া চাওয়ায় ট্রেনের পরিচালককে মারধর

নাটোরে ট্রেনের পৌনে এক ঘন্টার বিরতি

| প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : বিনা টিকিটে প্রথম শ্রেণীতে ভ্রমনে বাধা দেওয়ায় লালমনি এক্সপ্রেস ট্রেনের পরিচালককে মারধর করে জখম করেছে পুলিশ। আহত পরিচালক জহুরুল ইসলামকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে ৪৫মিনিট বন্ধ ছিল।
নাটোর রেলস্টেশনের মাস্টার অশোক চক্রবর্তী জানান, রোববার বিকেল ৪টার দিকে লালমনির হাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশন পার হলে ট্রেনটির পরিচালক জহুরুল ইসলাম ট্রেনটিতে বিনা টিকিটের যাত্রীর তল্লাশী শুরু করে। এসময় প্রথম শ্রেণীর এসিতে বিনা টিকিটে এসআই ইমরানসহ দুই কন্সটেবল একজন আসামী নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। এসময় পরিচালক জুহুরুল ইসলাম তাদের কাছে টিকিট চাইলে ওই পুলিশ সদস্যরা তাকে মারপিট করে। আহত জহুরুল বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানায়। উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নাটোর স্টেশনে জানালে বিকেল ৪টা ৫০ মিনিটে ট্রেনটি নাটোর স্টেশনে আসলে আহত পরিচালককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ট্রেনটির সহকারী পরিচালক আল মামুন ট্রেনটি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। আর হামলাকারী পুলিশ সদস্যদের গাইবন্ধা থেকে ঢাকা পর্যন্ত ভাড়া নেওয়া হয়েছে বলে জানান তিনি। আহত পরিচালক জহুরুল জানান, ওই পুলিশ সদস্যরা একজন আসমী নিয়ে গাইবান্ধা থেকে ঢাকায় যাচ্ছিলো।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ