Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে ‘মেরিন লুব্রিকেন্ট’ ব্যবহারের পরামর্শ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বাংলাদেশের পাওয়ার প্লান্টগুলোতে টোটাল ব্রান্ডের ‘মেরিন লুব্রিকেন্ট’ ব্যবহারের উপযোগীতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশে টোটাল ব্রান্ডের একমাত্র পরিবেশক ট্রেড সার্ভিস ইন্টারন্যাশনাল (টিএসআই) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবির) চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানীর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান । বক্তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পদক্ষেপ, আন্তরিকতা ও সর্বোচ্চ অগ্রাধিকারের ফলে আমরা লোডশেডিং মুক্ত বাংলাদেশ পেয়েছি। সরকারি বেসরকারি মালিকানাধীন পাওয়ার প্লান্ট থেকে আমাদের বিদ্যুৎতের প্রায় শতভাগ চাহিদা পূরণ হচ্ছে। এখন পাওয়ার প্লান্টগুলো যথাযথ রক্ষনাবেক্ষণ করে নিরবিচ্ছিনভাবে চালু রাখা এ খাতের বড় চ্যালেঞ্জ বলে মত প্রকাশ করেন বক্তারা। পাওয়ার প্লান্টগুলো নিরবিচ্ছিনভাবে চালু রাখতে এবং এর পরিচালন ব্যয় কমাতে সেমিনারে উপস্থিত জ¦ালানী বিশেষজ্ঞরা বাংলাদেশের পাওয়ার প্লান্টগুলোতে টোটাল ব্রান্ডের ‘মেরিন লুব্রিকেন্ট’ ব্যবহারের পরামর্শ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ