পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর আফতাবনগর এলাকায় কথিত বন্দুকযুদ্ধে নিহত দু’জন বনানীর ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী হত্যায় জড়িত বলে দাবি করেছে পুলিশ। তারা হলেন- আলামিন ও সাদ্দাম। গতকাল শুক্রবার ভোররাতে আফতাব নগরে গুলিবিদ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে গুলিবিদ্ধ আলামিন ও সাদ্দামকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর জোনের এসি গোলাম সাকলাইন শিথিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে আফতাব নগরে অভিযান চালানো হয়। সেখানে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় তারা। উভয়পক্ষের গোলাগুলিতে আলামিন ও সাদ্দাম আহত হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহত দুইজনই বনানীতে ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী হত্যার ঘটনায় জড়িত থাকতে পারে। তবে এখনও তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। এর আগে স¤প্রতি এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে জানান, বনানীর ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী হত্যায় জড়িত পিচ্চি আলামিন ও সাদ্দাম নামের দু’জনকে শনাক্ত করা হয়েছে। পুলিশ জানায়, ব্যবসায়ী সিদ্দিক হোসেন মুন্সী হত্যাকান্ডে বিপুল পরিমাণ অর্থের চুক্তি হয়। এই হত্যাকান্ডে মোট ছয়জন অংশ নিয়েছিলেন। পুলিশ এর আগে হেলাল নামে একজনকে গ্রেফতার করে। এর পর আলামিন ও সাদ্দামের সম্পৃক্ততার তথ্য পায় পুলিশ। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর বনানীতে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে সিদ্দিক মুন্সীকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। বনানী বি বøকের ৪ নম্বর রোডের ১১৩ নম্বর বাসায় সিদ্দিক মুন্সীর জনশক্তি রফতানির ব্যবসা রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।