পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে মাসব্যাপী ইসলামী বই মেলা শুরু হয়েছে। ৬১টি স্টল নির্মাণ করা হলেও গতকাল পর্যন্ত অধিকাংশ স্টলে বই সাজানো সম্ভব হয়ে উঠেনি। ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমান বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ইসলামী বই মেলার কার্যক্রম উদ্বোধন করেন। ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান অসুস্থ্য থাকায় ইসলামী বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায় ইসলামী বই মেলার প্রবেশ পথের আশ পাশে শতাধিক হকার বিভিন্ন দোকান নিয়ে বেচা-কেনা করায় মেলায় আগাত ক্রেতাদের দুর্ভোগ বাড়ছে। এছাড়া ইসলামী বই মেলার প্রচার প্রচারণাও চোখে পড়েনি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।