Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ত্র-গুলিসহ পানছড়ির ইউপিডিএফ সামরিক শাখার প্রধান বিশাল চাকমা গ্রেফতার

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা 

অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে খাগড়াছড়ির পানছড়ি উপজেলা ইউপিডিএফ-এর সামরিক শাখার প্রধান প্রদীপময় চাকমা ওরফে বিশাল চাকমাকে। গত বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে জেলার ভাইবোনছড়া এলাকায় সিএনজি তল্লাসী করার সময় যৌথ বাহিনীর সদস্যরা তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে রাত সোয়া ১০টার দিকে তার দেয়া স্বীকারোক্তিতে ঐ এলাকা থেকে এক রাউন্ড গুলি ভর্তি একটি এলজি উদ্ধার করা হয়। খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার আলী আহম্মেদ খান গত রাতে দৈনিক ইনকিলাবকে বলেন, গ্রেফতারকৃত প্রদীপময় চাকমা ওরফে বিশাল চাকমার ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলার বিষয়ে খোজখবর না নিয়ে কিছু বলা যাবে না বলে তিনি মন্তব্য করেন। সূত্র জানায়, প্রদীপময় চাকমার সামরিক নাম বিশাল চাকমা। তিনি একজন কুখ্যাত সন্ত্রাসী হিসাবে পরিচিত। তার নেতৃত্বে ওই এলাকায় চাঁদাবাজি ও অপহরণের অভিযোগ রয়েছে। ইতোপূর্বে তিনি লংগদ উপজেলার সামরিক শাখার প্রধান ও প্রধান ট্যাক্স কালেক্টর হিসাবে দায়িত্বরত ছিলেন। নিরাপত্তা বাহিনীর কাছে তিনি একজন শীর্ষসন্ত্রাসী হিসাবে চিহ্নিত। খাগড়াছড়ি সদর থানার ওসি তারেক মো. আব্দুল হান্নান জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।

 



 

Show all comments
  • S. Anwar ২ ডিসেম্বর, ২০১৭, ৮:২৪ এএম says : 0
    মামলা-মোকদ্দমার দরকার কি? ধরা মাত্র একটা গুলি খরচ করে লাশটা কুত্তা দিয়ে খাওয়ানোই উচিৎ এসব দেশোদ্রোীদের।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ