Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঢাকার অবস্থা সবচেয়ে খারাপ ভালো গোপালগঞ্জের

সারাদেশে জেলা সড়ক নিয়ে এইচডিএম-এর জরিপ

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : সারাদেশে সড়ক ও জনপথ অধিদপ্তরের ১০টি অঞ্চলের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ঢাকার সড়ক। ঢাকা অঞ্চলের মোট ৫২৭ কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। এর মধ্যে ২৭০ কিলোমিটার সড়ক দুর্বল, ২২৫ কিলোমিটার খারাপ ও ৩২ কিলোমিটার খুব খারাপ অবস্থায় রয়েছে। ভালো ও চলনসই অবস্থায় রয়েছে মাত্র ২১১ কিলোমিটার সড়ক। অন্যদিকে, সড়কের অবস্থা সবচেয়ে ভালো গোপালগঞ্জ জেলায়। গোপালগঞ্জে ৫২৬ কিলোমিটার সড়কের মধ্যে ২৬৩ কিলোমিটারই ভালো। সওজের মহাসড়ক উন্নয়ন ও ব্যবস্থাপনা (এইচডিএম) বিভাগের জরিপে এমন তথ্য উঠে এসেছে। বর্তমানে সারা দেশে সওজের অধীনে জাতীয়, আঞ্চলিক ও জেলা সড়ক মিলিয়ে ৮৭৬টি সড়ক রয়েছে, যার দৈর্ঘ্য ২১ হাজার ৩০২ কিলোমিটার। এর মধ্যে জেলা সড়ক ৬৫৪টি, যার দৈর্ঘ্য ১৩ হাজার ২৪২ কিলোমিটার। মহাসড়ক নেটওয়ার্কের ৬২ দশমিক ১৬ শতাংশজুড়ে রয়েছে এসব জেলা সড়ক।
এইচডিএম-এর সর্বশেষ জরিপ অনুযায়ী, খুলনা অঞ্চলের জেলা সড়কগুলোর অবস্থাও অনেকটা ঢাকার মতোই। এ অঞ্চলের ৮৫৬ কিলোমিটারে জরিপ চালিয়ে মাত্র ২৪৭ কিলোমিটার সড়ক ভালো ও চলনসই অবস্থায় পাওয়া গেছে। বাকী ২৫৯ কিলোমিটার সড়ক দুর্বল, ২০৬ কিলোমিটার খারাপ ও ১৪৩ কিলোমিটার খুব খারাপ অবস্থায় রয়েছে। সিলেট অঞ্চলে জরিপকৃত ৩৯৫ কিলোমিটার জেলা সড়কের মধ্যে ভালো ও চলনসই সড়কের পরিমাণ ১৯৮ কিলোমিটার। দুর্বল ও খারাপ অবস্থায় রয়েছে ১৯৫ কিলোমিটার সড়ক। চট্টগ্রাম অঞ্চলের ৭৩৬ কিলোমিটার সড়কের মধ্যে ৪১৪ কিলোমিটার সড়ক দুর্বল, খারাপ ও খুব খারাপ অবস্থায় রয়েছে। বাকী ৩২১ কিলোমিটার ভালো ও চলনসই। রাজশাহীর ১ হাজার ১৫৭ কিলোমিটারের মধ্যে ৬২৫ কিলোমিটার দুর্বল ও খুব খারাপ অবস্থায় রয়েছে। বাকী ৫২৯ কিলোমিটার সড়ক চলনসই। কুমিল্লার ৯৭৭ কিলোমিটারের মধ্যে ৪৫৩ কিলোমিটার সড়কের খারাপ অবস্থা। বাকী ৫২৩ কিলোমিটার ভালো ও চলনসই। বরিশালের ৮২৭ কিলোমিটারের মধ্যে ৩৫৩ কিলোমিটার সড়ক দুর্বল ও খুব খারাপ অবস্থায় রয়েছে। বাকী ৪৭৪ কিলোমিটার চলনসই। রংপুরের ১ হাজার ৬৪৫ কিলোমিটারের মধ্যে ৩৬৯ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ। বাকী ১ হাজার ২৭৫ কিলোমিটার চলনসই। ময়মনসিংহ অঞ্চলের ১ হাজার ১৬৪ কিলোমিটার সড়কের মধ্যে ৫৩৭ কিলোমিটার সড়কের অবস্থা খারাপ। চলনসই অবস্থায় রয়েছে ৬২৭ কিলোমিটার।
এইচডিএম-এর জরিপ অনুযায়ী, দেশের ১০টি অঞ্চলের জেলা সড়কগুলোর মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে গোপালগঞ্জ। এ অঞ্চলের ৫২৬ কিলোমিটার জেলা সড়কে জরিপ চালায় এইচডিএম। এর মধ্যে ভালো অবস্থায় রয়েছে ২৬৩ কিলোমিটার। চলনসই অবস্থায় রয়েছে ১০৩ কিলোমিটার। বাকীগুলোর মধ্যে দুর্বল ৬৮ কিলোমিটার, খারাপ ৪৫ ও খুব খারাপ অবস্থায় রয়েছে ৪৭ কিলোমিটার সড়ক। সওজ সূত্র জানায়, জরিপে সারাদেশের জেলা সড়কের চিত্র ফুটে উঠেছে। এর মধ্যে ঢাকা অঞ্চলের সড়কের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে গাজীপুরের সাতখামাইর থেকে মাওনা চৌরাস্তা পর্যন্ত সড়কজুড়ে খানাখন্দ ও ছোট-বড় গর্ত। বেহাল অবস্থায় রয়েছে শ্রীপুর-মাস্টারবাড়ী, সলিংমোড়-গাজীপুর, মাওনা চৌরাস্তা-ফুলবাড়িয়াসহ আরো কয়েকটি জেলা সড়কও।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২০১৬-১৭ অর্থবছর সওজের ১২০টি সরকারি ও ১৪টি বৈদেশিক সহায়তা প্রকল্পের আওতায় ৮ হাজার ১৯৯ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে জেলা সড়ক উন্নয়নে ব্যয় হয়েছে ১ হাজার ৬২ কোটি টাকা। এ অর্থ ব্যয়ে ১৭৩টি জেলা সড়কের ১ হাজার ৬৯৩ কিলোমিটার সড়ক সংস্কার, মেরামত, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন ও স¤প্রসারণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ