Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাস্টিস ফর অল

বিচার বিভাগীয় সম্মেলন আজ : এবারের প্রতিপাদ্য

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৭, ১২:০০ এএম

মালেক মল্লিক : দুই দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৭ শুরু হচ্ছে আজ (শনিবার)। ইতোমধ্যে সম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ। দ্বিতীয় দিনের অধিবেশনে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার ভাষণের মাধ্যমে শেষ হবে সম্মেলন। এতে সুপ্রিম কোর্ট (আপিল ও হাইকোর্ট) উভয়ের বিভাগের বিচারপতিরা উপস্থিত থাকবেন। অতিথি থাকবেন আইনমন্ত্রী আনিসুল হক। এ ছাড়াও নিন্ম আদালতের জেলা জজ বা সবপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশ নেবেন। সম্মেলনে বিচার বিভাগের সেবার মান উন্নয়ন, বিচার বিভাগের ডিজিটালাইজেশন, মামলার জট নিরসনে করণীয়সহ বিচার বিভাগের নানা সমস্যা ও সাফল্য নিয়েও আলোচনা-পর্যালোচনা করা হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছেÑ জাস্টিস ফর অল বা সবার জন্য ন্যায়বিচার।
২০১৫ সালে সদ্য পদত্যাগকারী সাবেক বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচার বিভাগ নিয়ে প্রথম এরকম সম্মেলন প্রথমবারের মতো চালু করেন। গত বছর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন উদ্বোধন করেছিলেন তৎকালিন প্রধান বিচারপতি এস কে সিনহা। এবার তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন।
সম্মেলন বিষয়ে জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ব্যারিস্টার সাইফুর রহমান ইনকিলাবকে বলেন, সম্মেলন উপলক্ষে আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, সারা দেশের বিচারকদের উপস্থিতিতে সম্মেলন সফল হবে। তিনি আরো বলেন, এবারের সম্মেলনের থিম হলোÑ জাস্টিস ফর অল। আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখানে অনেকগুলো বিষয় থাকবে। প্রকৃতপক্ষে সব তো এখনো বলা যাবে না। কিছু বিষয়ে এখনো চ‚ড়ান্ত সিন্ধান্ত এখনো হয়নি। তবে সারা দেশের নিম্ন আদালতের তথা বিচার বিভাগের সেবা মান উন্নয়নে আলোচনা করবেন সিনিয়র বিচারপতিরা। এ ছাড়াও নিম্ন আদালতের বিচারকরাও তাদের বক্তব্য দেবেন।
সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, বিচারপ্রার্থীদের সেবা বাড়াতে বিচারকার্যকে আরো গতিশীল, স্বচ্ছতা এবং বিচার বিভাগের নানা বিষয় নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। সদ্য পদত্যাকারী সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব নেয়ার পর থেকে প্রথমবারের মতো ২০১৫ সালে এ সম্মেলনের আয়োজন করেন। প্রথম বছর ছিল এক দিনব্যাপী। বিচার বিভাগীয় কাজের পরিধি বৃদ্ধির কারণে ২০১৬ সাল থেকে দুই দিনব্যাপী এ সম্মেলন হয়ে আসছে। এ সময় দুই বছরে বিচার বিভাগের সামগ্রিক সাফল্য নিয়ে ডকুমেন্টারি মোড়ক উন্মোচন করা হয়। এ বছর তৃতীয়বারের মতো এ সম্মেলন হচ্ছে। রোববার দ্বিতীয় দিনের অধিবেশনের মাধ্যমে শেষ হবে। ওই দিন ভাষণ দেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সম্মেলনের প্রথম দিনের উদ্বোধন হবে। দ্বিতীয় দিনের অধিবেশন হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট মো: আবদুল হামিদ। সুপ্রিম কোর্ট বিচারপতি ও নিন্ম আদালতের বিচারকরা উপস্থিত থাকবেন।
এ ছাড়া অতিথি থাকবেন আইন সচিব আবু সালেহ শেখ মো: জহিরুল হক। এ ছাড়া সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (আইন), দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (লিগ্যাল অ্যাইড প্রসিকিউশন), সংসদ সচিবালয়ের যুগ্ম সচিবসহ (আইন প্রণয়ন) বিচার বিভাগীয় কর্মকর্তারা।
সকাল ৮টায় উদ্বোধন পর্ব শুরু হয়ে চলবে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত। উদ্বোধন পর্বে সভাপতিত্ব করবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। শুরুতে স্বাগত বক্তব্য দেবেন সুপ্রিম কোর্টের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল। এ ছাড়াও বক্তব্য দেবেন আইনমন্ত্রী, আইন সচিব এবং জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত মহাসচিব। নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর সমাপনী পর্ব শুরু হবে বেলা ২টায়। এ পর্বে সভাপতিত্ব করবেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এতে প্রধান অতিথি থেকে বিকাল ৩টা ৪০ মিনিটে অভিভাষণ দেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি। বিকেল ৪টা ২০ মিনিটে দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।
সূত্রে জানা যায়, সম্মেলনে বিভিন্ন বিচার বিভাগ সেবার মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ ছাড়াও বিচার বিভাগের কাজকে আরো গতিশীলতা করতে বিভিন্ন পর্যায়ের বিচারকদের পরার্মশ গ্রহণ এবং বিগত বছরের অগ্রগতি কতটুকু তা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া বিশেষ করে বিচার বিভাগ পৃথককরণ (মাসদার হোসেন মামলা) সুপারিশ আলোকে বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করা হবে। বিচার বিভাগের সেবার মান উন্নয়ন, বিচার বিভাগের ডিজিটালাইজেশন, মামলার জট নিরসনের করণীয়সহ বিচার বিভাগের নানা সমস্যা সাফল্য ও নিয়ে আলোচনা হবে।
সমাপনী দিন ও দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির ভাষণ : বিচার বিভাগে আরো গতি আনতে জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়ে অভিভাষণ দেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো: আবদুল ওয়াহ্হাব মিঞা। রোববার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতবিনিময় এবং দিকনির্দেশনামূলক অভিভাষণ প্রদান করবেন। এতে সারা দেশে কর্মরত জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এরপর প্রেসিডেন্ট এর আমন্ত্রণে বঙ্গভবনে নৈশ্যভোজে অংশ নেবেন দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি এবং জেলা জজরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ