Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

আরো তিনটি ব্যাংক আসছে -অর্থমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

# পিপলস ইসলামী ব্যাংক ও বাংলা ব্যাংক অনুমোদনের অপেক্ষায়

আরো তিনটি নতুন ব্যাংকের অনুমোদন দিচ্ছে সরকার। গতকাল সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে ইন্সুরেন্স ডেভেলপমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি (আইডিআরএ) আয়োজিত প্রটেক্টিং পুওর : এমার্জিং মাইক্রো ইন্সুরেন্স মার্কেট ইন দ্য সাউথ এশিয়া-শীর্ষক এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা জানান অর্থমন্ত্রী।
আইডিআরএর চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব ইউনুসুর রহমান, ক্রীড়া সচিব মো. আসাদুল ইসলাম, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শেখ কবিরউদ্দিন প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশে অনেক ব্যাংক আছে। তারপরও প্রচুর অঞ্চল ব্যাংক সেবার বাইরে আছে। এ কারণেই নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হচ্ছে। অনেকগুলো ব্যাংক একীভূত (মার্জ) করার চেষ্টা চলছে। এছাড়া ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনীতিতে ইন্স্যুরেন্সের বিশেষ অবদান আছে। বিশেষ করে অর্থনীতির যে প্রবৃদ্ধি হয়েছে সেখানে ইন্স্যুরেন্স খাত ভূমিকা রেখেছে। তবে যতটা ভূমিকা রাখার কথা ছিল সেটা হয়তো হয়নি। কারণ, এখনো এ খাতে আরো কাজ করার সুয়োগ আছে। আমাদের শিল্প ও বাণিজ্য খাত প্রসার হচ্ছে, এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এসব খাতের নিরাপত্তার ক্ষেত্রে প্রচুর ঝুঁকি আছে। শিল্পমালিকদের এ বিষয়ে নজর দেওয়া উচিত।
এদিক গতকাল নতুন তিন ব্যাংকের অনুমোদনের বিষয়ে কথা বললেও ব্যাংকগুলো সম্পর্কে কোন তথ্য দেননি অর্থমন্ত্রী। তবে খোঁজ নিয়ে পিপলস ইসলামী ব্যাংক ও বাংলা ব্যাংক নামে দুটি ব্যাংকের বিষয় জানা গেলেও অন্যটি সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি।
সূত্র মতে, নতুন ব্যাংকের জন্য ২০১১ সালে আবেদন চায় বাংলাদেশ ব্যাংক। জমা পড়ে ৩৭টি আবেদন। সরকারের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নয়টি ব্যাংকের অনুমোদনও দেয় কেন্দ্রীয় ব্যাংক। যদিও আর কোনো ব্যাংকের অনুমোদন না দেয়ার পক্ষেই মত ছিল আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটির। ২০১২ সালে ওই নয় ব্যাংকের অনুমোদনের পর গত বছরও অনুমোদন পায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে সীমান্ত ব্যাংক। অর্থমন্ত্রীর দেয়া তথ্যমতে এখন অনুমোদনের অপেক্ষায় আছে আরো তিনটি ব্যাংক।
জানা গেছে, পিপলস ইসলামী ব্যাংক নামে একটি ব্যাংকের অনুমোদন পাচ্ছেন চট্টগ্রামের স›দ্বীপের বাসিন্দা যুক্তরাষ্ট্র প্রবাসী এম এ কাশেম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আর বাংলা ব্যাংক-এর আবেদন করেছেন বেঙ্গল গ্রæপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। ব্যাংক দুটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকও অনুমোদনের প্রস্তুতি নিচ্ছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
অর্থমন্ত্রণালয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন ব্যাংক অনুমোদনের ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সুপারিশ থাকতে পারে। নতুন দুটি ব্যাংক অনুমোদন দেয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য গত সপ্তাহে বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়েছে। উত্তরে বাংলাদেশ ব্যাংক এখনো কিছু জানায়নি।
এদিকে বাংলা ব্যাংকের জন্য আবেদনকারী বেঙ্গল গ্রæপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন ২০১২ সালে অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংকেরও উদ্যোক্তা শেয়ারহোল্ডার। নতুন ব্যাংকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এক বছর ধরেই আমরা ব্যাংক অনুমোদনের অপেক্ষায় আছি। আমাদের প্রত্যাশা, বাংলাদেশ ব্যাংক আমাদের আবেদনকৃত ব্যাংকের লাইসেন্স দেবে। এখনো বাংলাদেশ ব্যাংক থেকে আমরা দৃশ্যমান কোনো সাড়া পাইনি। আমাদের দিক থেকে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। নতুন ব্যাংকের লাইসেন্স দেয়ার জন্য এ মুহূর্তে সরকারের পক্ষ থেকে বড় কোনো চাপ নেই বলে জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা। তিনি বলেন, এর আগে নতুন ব্যাংক অনুমোদন দেয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের অবস্থান ব্যাখ্যা করে সরকারকে জানানো হয়েছে। এর পরও সরকারের পক্ষ থেকে নতুন ব্যাংক অনুমোদন দেয়ার জন্য কোনো সুপারিশ এলে সে আলোকে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ####



 

Show all comments
  • রিমন ২৮ নভেম্বর, ২০১৭, ১২:২৮ পিএম says : 0
    ব্যাংকের সংখ্যা বাড়লেও সেবার মান সেভাবে বাড়ছে না
    Total Reply(0) Reply
  • MD AL Mamun ২৮ নভেম্বর, ২০১৭, ২:৪৭ পিএম says : 0
    দেশে নতুন ব্যাংকক আসলেই প্রয়োজন আছে কি?
    Total Reply(0) Reply
  • Anwar Kamal ২৮ নভেম্বর, ২০১৭, ২:৪৮ পিএম says : 0
    অর্থ নীতির জন্য একটি আত্মঘাতী রাজনৈতিক সিদ্ধান্ত ।
    Total Reply(0) Reply
  • Shahed Hossain ২৮ নভেম্বর, ২০১৭, ২:৪৯ পিএম says : 0
    কিছু অনার্স পাশ করা বা মাস্টার্স পাশ করা ছাত্ররা চাকরি পাবে,,, বর্তমানে আমাদের এলাকায় অনেক বেকার ছাত্র আছে যারা ব্যাংকে জব করবে বলে,, ঘুরছে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ