পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর প্রিন্সিপাল আল্লামা হাবীবুর রহমান বলেছেন, রোহিঙ্গা মুসলমানদের নাগরিত্ব, নিরাপত্তা নিশ্চিত না করে তাদেরকে মায়নমার জান্তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। উল্লেখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশের সেনাবাহিনীসহ জাতিসংঘের শান্তি বাহিনীর তত্ত¡াবধানে তাদের পুনর্বাসিত করার ব্যবস্থা করতে হবে সরকারকে। তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে মানুষ সন্দেহ করছে। সুতরাং সন্দেহের সকল পথ বন্ধ করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সরকারকে উদ্যোগী ভ‚মিকা পালন করা সময়ে দাবি। তিনি আরও বলেন, বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বার বার বৃদ্ধি করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাওয়ায় মানুষ দিশেহারা। তাই জনতার ক্ষোভ অনুধাবন করে এসব বিষয়ে দ্রæত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। তিনি আজ বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের ৬ষ্ঠ অধিবেশনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিশ্বের ইসলাম বিরোধি পরাশক্তিগুলো নানামুখী চক্রান্তের মাধ্যমে ইসলাম ও মুসলমান নির্মুল করে চলছে। এ কর্ঠিন পরিস্থিতিতে উম্মাহর সদস্য হিসাবে আল্লাহর জমিনে তার বিধান কায়েমের সংগ্রামে সকল মুসলমানকে নিজেদের জানমাল নিয়ে ঝামিয়ে পড়তে হবে। রাসুল (সা.) এর আদর্শে আদর্শান্বিত হয়ে কাজ করে যেতে হবে।
গতকাল মুহাম্মদপুর টাউন হল মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত ৬ষ্ঠ কেন্দ্রীয় সাধারণ পরিষদের অধিবেশনে তিনি সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলন উদ্ভোধন করেন দলের অভিভাবক পরিষদের চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের পরিচালনায় অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আফজালুর রহমান, মাওলানা আলী ওসমান, মাওলানা রেজাউল করীম জালালী, যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা কুরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মাওলানা ডক্টর জিএম মেহেরুল্লাহ, সদ্য যোগদানকারী মাওলানা মুফতী শরাফত হোসাইন, বায়তুলমাল সম্পাদক, মাওলানা মাহবুবুল হক, অফিস ও বায়তুলমাল সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলনা এনামুল হক নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভ‚ঁইয়া, নির্বাহী সদস্য মাওলানা হোসাইন আহমদ, মাওলানা নিয়ামতুল্লাহ, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মুফতী হাসান মুরাদাবাদী, মাওলানা হাবীবুর রহমান কাসেমী, মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা রুহুল আমীন খান, সদ্য যোগদানকারী মাওলানা ফয়সাল আহমদ, যুব মজলিসের কেন্দ্রীয় নেতা মাওলানা আবুল হাসানাত জালালী, ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রহমত আলী, সেক্রেটারী জেনারে মুহাম্মদ সাইদুর রহমান সানী প্রমুখ।
অধিবেশনে ঘোষিত প্রস্তাবনা সমূহ: আল্লাহ, রাসূল সা. ও ইসলামের বিরুদ্ধে কট‚ক্তিকারীদের মৃত্যুদন্ডের বিধান পাশ করে নাস্তিক বøাগার ও উগ্র হিন্দুদের লাগাতার কট‚ক্তি বন্ধ করতে হবে। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের নাগরিত্বসহ তাদের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকারকে আরো জোরালো কূটনৈতিক ভূমিকা রাখতে হবে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েই চলছে। এ ঊধ্বগতি রোধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার জন্য সরকারকে কার্যকরী ভূমিকা নিতে হবে। বারবার গ্যাস-বিদ্যুতের মূল্য বৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত। সুতরাং বিদ্যুতের দাম বাড়ানো থেকে সরকারকে বিরত থাকতে হবে।
মাওলানা মাহফুজুল হক বলেন ইসলাম ও রাসূল সা. কে নিয়ে কুটুক্তির মাধ্যমে দাঙ্গা সৃষ্টি করে বিদেশী হস্তক্ষেপের মাধ্যমে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার জন্য চক্রান্ত চলছে। সরকার ও দেশবাসীকে এবিষয়ে সচেতন থাকতে হবে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি প্রশ্নে তিনি জ্বালানী উপদেষ্টার উদ্দেশ্যে বলেন, প্রচার মাধ্যমে গণ সংবাদ শুনানীগুলো পর্যালোচনা করে জনগণের ক্ষোভ অনুধাবন করুন। রোহিঙ্গাদের পূনর্বাসনের বিষয়ে তিনি বলেন জাতীসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক অঙ্গন বাংলাদেশ মায়ানমার চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের ফেরত নেওয়ার সমর্থন করছেন না। রোহিঙ্গাদের আবারও বিপর্যয়ের মুখে না ফেলে তাদের নাগরিকত্ত¡ ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করতে হবে। ভারতের আসামে মুসলমানদের নাগরিকত্ত¡ না দেওয়ার চক্রান্ত মেনে হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।