পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। গতকাল (শুক্রবার) বাদ জুম্মা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তার নামাজে জানাজার পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতৃবৃন্দ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষেও মহাসচিব আলাদা পুস্পস্তবক অর্পন করেন। গত বৃহস্পতিবার বিকালে বাসাবোর ভাড়া করা বাসায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের নামাজে জানাজায় সাবেক প্রেসিডেন্ট একিউএম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, হাবিবুর রহমান হাবিব, কেন্দ্রীয় নেতা খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, আবদুল বারী ড্যানি, তাইফুল ইসলাম টিপু, আমিরুল ইসলাম খান আলিম, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, মুন্সি বজলুল বাসিত আনজু, মীর নেওয়াজ আলী নেওয়াজ, হাফেজ আবদুল মালেক, হেলাল খান, শায়রুল কবির খান, রাজীব আহসান, জাগপা‘র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, আহমেদ কামাল খানের চাচাত ভাই মাহমুদুল হোসেন, ভাতিজা মাহবুব আল-আমীন ডিউ, এস ইসলাম ডনসহ সহা¯্রাধিক বিএনপির নেতা-কর্মী- সমর্থক অংশ নেন। পরিবারের সদস্যরা জানিয়েছেন জানাজার পর সড়কপথে অ্যাম্বুলেন্সে করে কফিন নিয়ে যাওয়া হয় বগুড়ার গাবতলীতে। সেখানে রাতে অ্যাম্বুলেন্সে রেখে শনিবার বাদ জোহর জানাজা শেষে দাদার কবরের পাশে দাফন করা হবে আহমেদ কামালকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।