Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষার্থীদের হামলা স্কুলে ভাংচুর প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও

লক্ষীপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে বাদ পড়া

লক্ষীপুর সংবাদদাতা : | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

লক্ষীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৩টি কক্ষ ভাংচুর করেছে এসএসসি পরীক্ষার ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা। এর আগে ৬০/৭০ জন শিক্ষার্থী প্রধান শিক্ষককের বাড়িতে ১ ঘন্টায় তাকে অবরুদ্ধ করে রাখে। পরে প্রধান শিক্ষকের বাড়ি থেকে ফিরে এসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষার্থীদের তাড়িয়ে দেয়। রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রধান শিক্ষক আজিজুল ইসলাম ফিরোজ জানান, এবার কুমিল্লা বোর্ডের সিদ্ধান্ত ছিল নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য কোন পরীক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন করতে দেয়া যাবে না। আমরা বোর্ডের সিদান্ত অনুযায়ি আমাদের বিদ্যালয়ের ২০৪ জন শিক্ষার্থীর ফরম পূরন করে বোর্ডে তথ্য পাঠিয়ে দিয়েছি। এ ক্ষেত্রে আমাদের আর কিছু করার ছিল না। কিন্তু ফরম পূরণ থেকে বাদ পড়া শিক্ষার্থীরা স্কুলে ভাংচুর চালায় এবং আমার বাড়ি ঘেরাও করে বলে জানান তিনি। তিনি আরো জানান পরবর্তী ব্যবস্থা বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিষদের সাথে সিদ্ধান্ত করে নেয়া হবে।

এদিকে জানা যায় ২০১৮ সালের এসএসসি পরীক্ষার লক্ষ্যে আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২৮২ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় যার মধ্যে ৭৯ জন শিক্ষার্থী নির্বাচনী পরীক্ষায় ফেল করে। বাদ পড়া শিক্ষার্থীদের অভিযোগ বোর্ডের নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে অনেকে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করেছে প্রধান শিক্ষক আজিজুল ইসলাম। অভিযোগ অস্বীকার করে তিনি জানান বোডেৃর নিয়ম মেনে সব পরম পিলাফ করা হয়েছে। কোথাও কোন অনিয়ম হয়নি।
কুমিল্লা বোর্ডের সূত্রে জানা যায় এ বছর নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের কে এসএসসি পরীক্ষার ফরম পূরন না করার জন্য গত ২১ সেপ্টেম্বর তারিখে একটি বিজ্ঞপ্তি {নং-পরী/মাধ্য/২০১৭(৩০৪)} জারি করে। কিন্তু এ নিয়মের ব্যতিক্রম ঘটিয়ে অনেকে অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করছে এমন তথ্যের ভিত্তিতে বোর্ড পূনরায় ১৬ নভেম্বর তারিখে কঠোর নির্দেশনা দিয়ে আরো একটি জরুরী নোটিশ {নং-পরী/মাধ্য/২০১৭(৩২৬)} বিদ্যালয়ে প্রেরণ করে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ