পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : জাতির এক নিদারুন ইতিহাসের হিমালয় ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মহামানব ভাসানীর ইতিহাস মুছে ফেলা যাবে না মন্তব্য করে জাগপার সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান বলেছেন, মওলানা ভাসানী ও বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাস এক অভিন্ন ইতিহাস। মওলানা আব্দুল হামিদ খান ভাসানী স্বাধীকার আন্দোলন, বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা ও মজলুম মেহনতি কৃষক-শ্রমিক জনতার অধিকার আদায়ের এক মহান নেতা। তিনি জুলুমবাজ শাসকগোষ্ঠির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন। নিজের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে মানুষের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও প্রতিবাদী কন্ঠস্বর আমাদের জন্য প্রেরণার উৎস। ভাসানীর ইতিহাস মুছে ফেলে ক্ষমতাকে চিরস্থায়ী করা যাবে না। গতকাল আসাদ গেট দলীয় কার্যালয়ে ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শোষিত মানুষের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জাগপার সিনিয়র সহ সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, মাস্টার এম.এ মান্নান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, আসাদুর রহমান খান, গোলাম মোস্তফা, বেলায়েত হোসেন মোড়ল, ইনসান আলম আক্কাছ, আশরাফ আলী খান, নুরুল ইসলাম ও মোঃ মজনু প্রমূখ। এদিকে গতকাল সকাল ১০টায় টাঙ্গাইল সন্তোষে মওলানা ভাসানীর মাজারে জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নের্তৃত্বে দলের নেতারা শ্রদ্ধা নিবেদন করা হয়।
রেহানা প্রধান বলেন, স্বাধীনতা-গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানী এক উজ্জ্বল ইতিহাস। ভিনদেশী আগ্রাসনের বিরুদ্ধে তার প্রতিবাদমুখর হুংকার অত্যাচারী শাসকগোষ্ঠির ক্ষমতার মসনদ কেপে উঠেছিল। কিন্তু নিয়তির নির্মম ইতিহাস। স্বাধীনতার এই মহামানবের ইতিহাস আজ মুছে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। দেশ ও জাতির স্বার্থ রক্ষায় এবং গণতন্ত্র ও মানবতার শত্রুদের বিরুদ্ধে যুগ যুগ ধরে মওলানা ভাসানী যে সংগ্রাম ও আদর্শ শিখিয়েছেন তার ধারাবাহিকতা বজায় রেখে আগামীদিনে দেশ ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।