Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ : মালিকপক্ষের আশ্বাসে প্রত্যাহার

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 বিশেষ সংবাদদাতা : রাজধানীর মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাস্ট ট্রাউজার নামে গার্মেন্টসের শ্রমিকরা মিরপুর-১২ নম্বর চত্বরে অবস্থান নেয়। এসময় তারা একটি গার্মেন্টসে ইট-পাটকেল নিক্ষেপ করে সামনের গøাস ভাঙচুর করেছে। মালিকপক্ষের আশ্বাসে দীর্ঘ ৫ ঘণ্টা পর রাজধানীর মিরপুরের ১২ নম্বর সেকশনের চৌরঙ্গী মোড় বাস স্ট্যান্ডের পাশে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাস্ট ট্রাউজারের শ্রমিক রোজিনা আক্তার বলেন, গতকালকেও (বৃহস্পতিবার) আমরা ডিউটি করেছি। আজকে (শুক্রবার) সকালে এসে দেখি তারা তালা ঝুলিয়ে দিয়েছে। আগের থেকে কোনো নোটিশ না দিয়ে এভাবে কারখানা বন্ধ করে দেয়ায় আমরা বিক্ষোভ করছি। ট্রাস্টের এই গার্মেন্টসে ১৮০০ শ্রমিক কাজ করে। এতোগুলো শ্রমিক এখন কোথায় যাবে। হুট করে কারখানা বন্ধ করে দেয়ায় আমাদের না খেয়ে থাকতে হবে। এছাড়া আমাদের বকেয়া বেতনও পরিশোধ করেনি মালিক পক্ষ। জানা যায়, মালিকপক্ষ গার্মেন্টস অন্যত্র স্থানান্তর করে নিচ্ছে এমন খবরে গত কয়েকদিন ধরে শ্রমিকরা আন্দোলন করে আসছে। তাদের বকেয়া বেতন পরিশোধে মালিক পক্ষের কোনো সাড়া নেই বলেও অভিযোগ শ্রমিকদের। পল্লবী থানার ডিউটি অফিসার এসআই রোখসানা আক্তার রুমা বলেন, ঘটনার পর ওই সড়কে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ সমঝোতার মাধ্যমে তাদের সড়কের একপাশে নিয়ে গেলেও তারা অবরোধ প্রত্যাহার করেনি। অবশেষে দুপুর পৌনে ২ টায় মালিকপক্ষের বকেয়া বেতন পরিশোধ ও কারখানা অবিলম্বে খুলে দেয়ার আশ্বাসে তারা সড়ক থেকে সরে দাঁড়ায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ