Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিলিন্ডার গ্যাসের চুলার বিস্ফোরণ বেড়েই চলেছে

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

দিন যতই যাচ্ছে মানুষ ততই প্রযুক্তির দিকে ঝুকে পড়ছে। প্রযুক্তির উন্নয়নের কারণে দেশের উন্নয়ন বেড়েই চলেছে। উন্নয়নের ছোয়া লেগেছে নারীদের কাজেও। নারীদের প্রধান কাজ রান্না বান্নায় সহজতা চলে এসেছে। গ্যাসের মাধ্যমে রান্নার কাজ চালিয়ে যাচ্ছে নারীরা। তবে প্রাকৃতিক গ্যাস দেশের সর্বোত্রে না পৌঁছালেও সিলিন্ডারের মাধ্যমে শহর নগর ছাড়িয়ে গ্রাম গঞ্জে পৌঁছে গেছে গ্যাস। এছাড়াও অফিস আদালতে, চলাচলের গাড়ীতে, মিল ফ্যাক্টরীতে এখন গ্যাস ব্যবহার হচ্ছে। গ্যাসের কারণে গণমানুষের কাজের মধ্যে সহজতা এসেছে। কিন্তু এই গ্যাস মানুষের আতংকের বড় কারণও বটে। গ্যাস ব্যবহারে সাবধানতা অবলম্বন অত্যান্ত জরুরী। কারণ গ্যাস ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে গ্যাসের দূর্ঘটনার সংখ্যাও তেমন বেড়েছে। পত্রিকার পাতায় চোখ বুলালেই সিলিন্ডার গ্যাস বিস্ফোরনে সংবাদ দেখা যায়। গ্যাস বিস্ফোরনে দগ্ধ হওয়ার চিত্র পুরো দেশকে আতংকিত করছে। যা একটি দেশের জন্য অশনি সংকেত। কারণ সহজতকরণ এই গ্যাস আগামীতে প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাবে। গ্যাসের প্রতি মানুষের আস্থা বাড়লেও যেভাবে গ্যাসের বিস্ফোরন হয়ে আহত ও নিহত হচ্ছে তাতে আগামীতে গ্যাস ব্যবহারের প্রতি মানুষ নিরুৎসাহিত হবে। তাই দেশের বড় এই সম্পদ ব্যবহারে মানুষকে যেমন সচেতন হতে হবে, তেমনি গ্যাস সিলিন্ডার প্রস্তুতকরণ কোম্পানিগুলোকেও সাবধান হতে হবে।যাতে প্রস্ততকরনে কোনো ত্রুটি না থাকে।
মোঃ আজিনুর রহমান লিমন
ডিমলা, নীলফামারী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন