Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে হেলে পড়েছে ফ্লাইওভারের পিলার

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিকিউরিটি লক খুলে হেলে পড়েছে নগরীতে নির্মাণাধীন মুরাদপুর ফ্লাইওভারের ল্যুপের একটি পিলারের লোহার কাঠামো। বুধবার রাতে ষোলশহর ২ নম্বর গেইট এলাকার সফদর আলী ম্যানশনের সামনে এ ঘটনা ঘটেছে। পিলারটির নিচের অংশে কিছুটা ঢালাই হয়। এ অবস্থায় পুরো পিলারটি প্রায় ধসে রাস্তায় পড়ে। গভীর রাতে সড়ক ফাঁকা থাকায় পুরো একটি পিলারের কাঠামো হেলে পড়লেও বিষয়টি তেমন জানাজানি হয়নি। এছাড়া সড়কে লোকজন না থাকায় বড় ধরনের বিপদ থেকেও রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা। তবে হেলে পড়া সেই পিলারের কাঠামোটির অর্ধেক অংশ কেটে গতকাল সোজা করা হয়। ফ্লাইওভারের প্রকল্প পরিচালক প্রকৌশলী মাহফুজুর রহমান বলেন, এটি বড় কোন দুর্ঘটনা নয়। পিলারটিতে ধারণক্ষমতার বেশি রড দেয়ায় সেটি হেলে পড়েছে। স্বঘোষিত কর্মবীর সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালামের উদ্যোগে কোন প্রকার সমীক্ষা ছাড়াই ফ্লাইওভার নির্মাণ প্রকল্প গ্রহণের ফলে এমন ঘটনা ঘটছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে বহদ্দারহাট ফ্লাইওভার নির্মাণকালেও গাডার ধসের ঘটনায় ১৫ জনের প্রাণহানি হয়। অপরিকল্পিত এসব ফ্লাইওভারকে উন্নয়নের জঞ্জাল বলছেন প্রকৌশলীরা। মুরাদপুর ফ্লাইওভারের মূল কাজ শেষ হলেও এখনও চলছে ল্যুপ তৈরির কাজ। এরমধ্যে একটি পিলার হেলে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

 



 

Show all comments
  • জুয়েল ১৭ নভেম্বর, ২০১৭, ৩:১১ এএম says : 0
    আগে ব্যবস্থা নিলে এমন ঘটনা ঘটতো না।
    Total Reply(0) Reply
  • লিমন ১৭ নভেম্বর, ২০১৭, ৩:১২ এএম says : 0
    এখন কঠিন পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে
    Total Reply(0) Reply
  • তুহিন ১৭ নভেম্বর, ২০১৭, ৩:১৪ এএম says : 0
    আরো কত কি যে দেখার বাকি আছে তা আল্লাহই ভালো জানে
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ