Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাবনায় পিটুনিতে কথিত ডাকাত নিহত

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

পাবনা জেলা সংবাদদাতা : পাবনায় পিটুনিতে কথিত এক ডাকাত নিহত ও ডাকাতদের হামলায় বাড়ির ৩ জন সদস্য আহত হয়েছেন। সদর উপজলোধীন ধর বিলা এলাকায় গতকার বৃহষ্পতিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত ‘কথিত’ ডাকাতের নাম মুকুল (৪০)। তার বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার গ্রামে। সে ঐ গ্রামের গোলাপ হোসেনের পুত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনা সদর উপজেলার টেবুনিয়া বাজারের নিকটবর্তী ধরবিলা গ্রামে জনৈক আবুল কাশেমের বাড়িতে বুধবার দিবাগত রাতে ৭/৮জন ডাকাত প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে এলাকার লোকজন এগিয়ে আসে ডাকাতদল গ্রামবাসীর ধাওয়ায় পালিয়ে যায়। এ সময় মুকুল হোসেন একটি ঘরে আত্মগোপন করে। এলাকাবাসী বৃহষ্পতিবার ভোরে আত্মগোপনকারীর অবস্থান টের পেয়ে তাকে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মুকুলকে মৃথ ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্র্পাত কর্মকর্তা আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশের টহল টিম ডাকাতদের খবর মোবাইলে জানাতে পেরে দ্রæত ঘটনাস্থলে পৌঁছানোর কারণে ডাকাতরা ডাকাতি করতে ব্যর্থ হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ