Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনারগাঁয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ

| প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : সোনারগাঁ উপজেলায় ৫ম শ্রেণীর পড়–য়া (১২) ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে একই বিদ্যালয়ের দপ্তরী স্বপনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জামপুর ইউনিয়নের ২১নং উটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে। ধর্ষিতা স্কুল ছাত্রী জামপুর ইউনিয়নের উটমা গ্রামের এক দিন মজুরের মেয়ে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকালে ধর্ষিতা ছাত্রীর মা বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
স্কুলছাত্রীর মা তার অভিযোগে উল্লেখ করেন, তার তিন মেয়ের মধ্যে মেজ মেয়ে (ধর্ষিতা) জামপুর উটমা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেনীতে লেখাপড়া করতো। গত মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয়ে পাঠদান করার সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে সে বাথরুমে যায়। এসময় তার মেয়ে বাথরুম থেকে বাহির হওয়ার সময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা দপ্তরী স্বপন ওই ছাত্রীকে ধাক্কা দিয়ে বাথরুমের ভেতরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় এবং ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় লম্পট দপ্তরী ওই ছাত্রীকে ঘটনাটি কাউকে না বলতে হত্যাসহ নানা ধরনের ভয়ভীতি দেখায়। এদিকে এ ঘটনার পর ওই ছাত্রী স্কুলে যাবে না বলে মাকে জানায়। কেন যাবে না তা জিঞ্জেস করলে ওই ছাত্রী ঘটনাটি মাকে জানায়। ধর্ষক স্বপন উপজেলার জামপুর ইউনিয়নের উটমা গ্রামের শহিদুল্লাহ’র (সাবেক মেম্বার) ছেলে। এ ব্যাপারে সোনারগাঁ থানার ওসি মোর্শেদ আলম জানান, ধর্ষণের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ধর্ষিকা ডাক্তারী চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের জন্য বিভিন্œ স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ ।



 

Show all comments
  • Nirjara ১৭ নভেম্বর, ২০১৭, ১১:৫৬ এএম says : 0
    দেশ এখন বিচারহীনতায় ভুগচ্ছে তাই অপরাধ করতে কেউ দ্বিধাবোধ করছে না। ধর্ষণ যারা করছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি মৃত্যু দন্ড দিতে হবে।।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ