Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশী গ্রেফতার

জাল পাসপোর্ট ও কাগজপত্র তৈরির অভিযোগে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাল পাসপোর্ট ও কাগজপত্র তৈরির অভিযোগে মালয়েশিয়ায় এক দম্পতিসহ ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। আটকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। মালয়েশিয়ার বিভিন্ন প্রান্তে থাকা বাংলাদেশি কর্মীদের জাল পাসপোর্ট, ই-কার্ডসহ নানা ধরনের কাগজপত্র সরবরাহ করে আসছিল এ চক্রটি। বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির ইমিগ্রেশন বিভাগের প্রধান দাতুক মোস্তাফার আলি। ইমিগ্রেশন প্রধান সাংবাদিকদের জানান, মালয়েশিয়ায় পাসপোর্ট, ই-কার্ড, আইকার্ডসহ নানা ধরনের জাল কাগজপত্র তৈরির অভিযোগে এদের আটক করা হয়েছে। মালয়েশিয়া থেকে নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে
মোস্তাফার আলি বলেন, গত তিন মাস ধরে ইমিগ্রেশনের একটি বিশেষ দল তাদের ওপর নজর রাখছিল। মঙ্গলবার সেরি কামবানগান এলাকার সেরডাংয়ের একটি বাড়িতে অভিযান চালিয়ে ভুয়া কাগজপত্র তৈরির সরঞ্জামাদিসহ এ চক্রকে আটক করা হয়। চক্রটি জাল কাগজপত্র তৈরি করে মাসে ৩০ হাজার রিঙ্গিত হাতিয়ে নিয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ