Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

সম্ভাব্য প্রাণ থাকা পৃথিবী-সদৃশ নতুন গ্রহের সন্ধান

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৭ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সম্ভাব্য প্রাণের সন্ধান থাকা আরেকটি গ্রহের খোঁজ পেলেন বিজ্ঞানীরা। পৃথিবীর মতো আকারের ওই গ্রহটি মাত্র ১১ আলোকবর্ষ দূরে অবস্থিত। বিজ্ঞানীদের দাবি, সেখানকার তাপমাত্রা ‘কোমল’ এবং ওই গ্রহ যে তারার চারদিকে প্রদক্ষিণ করছে, তাও ‘ধীরস্থির’। একটি লাল ক্ষুদ্র তারা ‘রস ১২৮’-এর চারপাশে প্রদক্ষিণ করা ওই এক্সো-প্ল্যানেটের খোঁজ পেয়েছেন চিলির লা সিলা অবজার্ভেটরি রেডিয়াল ভেলোসিটি প্ল্যানেট সার্চার (হার্পস)-এর বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, পৃথিবীর মতো ভর থাকা ওই গ্রহের তাপমাত্রা স্বাভাবিক। তার পৃষ্ঠেক তাপমাত্রা অনেকটাই পৃথিবীর তাপমাত্রার কাছাকাছি। বিজ্ঞানীরা ওই গ্রহের নাম দিয়েছেন ‘রস ১২৮বি’।
সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী নিকোলা আস্তুদিল্লো-দেফরু জানিয়েছেন, গত এক দশক ধরে নিরন্ত্রর গবেষণা, পর্যবেক্ষণ চালিয়ে এই গ্রহের খোঁজ মিলেছে।
বিজ্ঞানীরা জানান, রেড ডোয়ারফ তারাগুলি হল বিশ্বব্রহ্মাÐের সবচেয়ে ঠান্ডা, ফিকে ও সাধারণ তারা। ফলত, এই তারাগুলির চারপাশে প্রদক্ষিণ করা গ্রহে প্রাণের সন্ধান মেলার সম্ভাবনা সবচেয়ে বেশি।
বিজ্ঞানীরা আরও জানান, বর্তমানে ১১ আলোকবর্ষ দূরে থাকলেও, ‘রস ১২৮’ ক্রমশ পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তাঁদের গণনা, আগামী ৭৯ হাজার বছরে, এই গ্রহ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে।
বিজ্ঞানীদের দাবি, সূর্যের যে দূরত্ব দিয়ে পৃথিবী প্রদক্ষিণ কর, ‘রস ১২৮বি’ তার চেয়ে ২০ গুণ কম দূরত্ব দিয়ে নিজের তারাকে প্রদক্ষিণ করে। তা সত্তে¡ও এর বিকিরণের মাত্রা পৃথিবী থেকে মাত্র ১.৩৮ শতাংশ বেশি। সূত্র : এবিপি আনন্দ।



 

Show all comments
  • জাহাঙ্গীর হোসেন জমাদ্দার। ১৭ নভেম্বর, ২০১৭, ১০:২১ এএম says : 0
    ইনকিলাব পত্রিকার অতীত এবং বর্তমান সংবাদ দেশ ও জনগণের কথা বলে। সত্য ও ন্যায়ের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সর্ব সজাগ। ধন্যবাদ ইনকিলাব পরিবারকে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ